বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ১০:৪৬:৫৫

টাইগারদের ‘স্বপ্ন’ এবার ভারত সিরিজ

টাইগারদের ‘স্বপ্ন’ এবার ভারত সিরিজ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফর শেষে টাইগার শিবির এখন দেশে অবস্থান করছেন। দেশে এসেও তাদের বিশ্রামের সুযোগ মেলবে না। কারণ ৯ ফেব্রুয়ারি থেকে ক্রিকেট পরাশক্তি ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। ভারতের মাটিতে টেস্ট স্ট্যাটাস লাভের পর প্রথম  টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

ওয়েলিংটন টেস্টের মতো খেলে যদি হেরেও ফিরতেন, তাহলেও মাথা উঁচু করেই যেতেন তারা ভারতে। কিন্তু ক্রিকেটাররা সেটা পারছেন না। নিউজিল্যান্ডে যে পারফরম্যান্স, প্রস্তুতি ম্যাচসহ ৯ ম্যাচে টানা হার। যার মধ্যে দু’টি টেস্ট ম্যাচও। এমন সিরিজের ঘা শুকাতে না শুকাতে ভারতের মতো একটি দলের মোকাবেলা একটু টেনশনেরও। দলে রয়েছে প্রচুর ইনজুরি।

পারফরম্যান্সের অবনতি তো রয়েছেই ক্রিকেটারদের। নিউজিল্যান্ডে দুই টেস্ট ম্যাচ খেললেও যে একটা ভালো সেটআপ তৈরি হয়েছে বিরাট কোহলি ও আশ্বিনদের মোকাবেলায় তা কিন্তু নয়। ভারতে এমনিতেই প্রচুর রান হয়। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা রান করেন কদাচিত। ব্যাটিং উইকেট হোক আর বোলিং। সব উইকেটেই পারফরম্যান্স একই রকম। ব্যাটিং উইকেট বলেই ভালো করলেন তারা তা কিন্তু নয়। এটাই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওপেনিং বা টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার। সব জায়গাতেই বেহাল অবস্থা। হেড কোচ হাতুরাসিংহ-সহ টিম ম্যানেজমেন্ট এতটাই কাটাছেঁড়া করেছেন একটা সেটআপ দলকে। সেটা নজিরবিহীন। ইংল্যান্ডের বিপক্ষেও একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। কিন্তু সে ম্যাচের অনেকেই নেই। হয়তো ইনজুরির জন্য পাওয়া যায়নি কাউকে কাউকে। কিন্তু রিপ্লেসের দিকে তাকালে বিস্ময় জাগে। অথচ ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করারা উপেক্ষিত। নিউজিল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিলেও এবার ভারত ও শ্রীলঙ্কা সফরের জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড রাখার কারণ একটাই, আস্থাহীনতা। নিউজিল্যান্ডের দুই টেস্টে দু’জন করে চারজনকে করানো হয়েছে অভিষেক। ইংল্যান্ড সিরিজেও অভিষেক করানো হয়েছিল তিনজনকে। অর্থাৎ ৪ টেস্টে অভিষেক হওয়া ক্রিকেটারের সংখ্যা ৭। ক্রাইস্টচার্চে ওই সাত ক্রিকেটার খেলেছেন। যাদের অভিজ্ঞতা কী, সেটা আর লিখে বুঝানোর প্রয়োজন নেই। এমনিতেই নিউজিল্যান্ডের মতো দুর্দান্ত একটা দল। খেলাও যখন তাদের কন্ডিশনেই। বুঝতে বুঝতেই শেষ ম্যাচ। অভিজ্ঞতা অর্জনই বা হলো কিভাবে?

এবার ভারত সফরে ক’জনকে অভিষেক করাবেন হাতুরাসিংহ বা তার টিম ম্যানেজমেন্ট সেটা এখনই অনুমান করা যাচ্ছে না। তবে চার টেস্টে ৭ হলে এক টেস্টে গড় কত, এটা হিসাব কষলেই বেড়িয়ে যাবে। ৩০ সদস্যের দীর্ঘ তালিকা ওই কারণেই। যাতে রয়েছে নতুন-পুরনো সব ধরনের ক্রিকেটার। তবে ভারতকে নিউজিল্যান্ডের মতো দুর্বল ভাবলে তার চেয়ে বোকামি আর কিছুই হবে না। টানা ১৮ ম্যাচে হারেনি ভারত। যার মধ্যে ১৪টি ম্যাচে রয়েছে তাদের জয়। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে চারটিতেই জিতেছে তারা। ড্র একটি ম্যাচ। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি অন্য হিসেবে চিহ্নিত করেই দল গঠন ও পারফরম্যান্স করা জরুরি। তা ছাড়া আরেকটি বিষয়ও রয়েছে ভারত বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচ খেললেও তাদের হোমে খেলেনি বাংলাদেশ দুর্বল বলেই। এক ম্যাচ হলেও এটা এসিড টেস্ট। যদি এবার মুশফিকরা ভালো করতে পারেন, তাহলে পূর্ণাঙ্গ সিরিজ ভারতীয়দের কাছেই দাবি হয়ে যাবে। ক্রাইস্টচার্চের মতো বাজে হারের অর্থ আবারো ভারতে যেতে অন্তত দের যুগ অপেক্ষা করতে হবে।

ভারত ও শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াডে যারা রয়েছেন, আব্দুল মজিদ, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, এবাদত হোসেন, ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বি, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, মেহেদি হাসান, মুশফিকুর রহীম, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, শুভাশিষ রায়, শুভাগত হোম, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তামিম ইকবাল ও তানভির হায়দার খান।
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে