বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ১২:৪৪:৫১

বিরাটের থেকে অনুপ্রাণিত হয়ে যে কাণ্ড ঘটালেন তাঁরই সতীর্থ, জানলে অবাক হবেন

বিরাটের থেকে অনুপ্রাণিত হয়ে যে কাণ্ড ঘটালেন তাঁরই সতীর্থ, জানলে অবাক হবেন

স্পোর্টস ডেস্ক: ভারতের সদ্য দায়িত্ব নেওয়া অধিনায়ক বিরাট কোহলি মানেই অনুপ্রেরণা, সাফল্যের চাবিকাঠি। প্রত্যেকের কাছেই তিনি অনুকরণীয়। পরভেজ রসুলও এর ব্যতিক্রম নন।

অনেক দিন পর জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন পরভেজ রসুল। জাতীয় দলের প্রথম কাশ্মীরি ক্রিকেটারের আইডল যে তাঁরই দলের অধিনায়ক, সেটা ক’জন জানত। জাতীয় দলে ফেরার পরে সাফল্যের জন্য উদগ্রীব তিনি। পারফর্ম করেই জাতীয় দলের স্থায়ী সদস্য হতে চান।

তাই রসুল পাখির চোখ করছেন নিজের ফিটনেসকেই। ক্রিকেটীয় স্কিলের পাশাপাশি ফিটনেসেই জোর দিচ্ছেন তিনি। আর ফিটনেস টিপস নেওয়ার জন্য কোহলির থেকে ভালো ‘শিক্ষক’ আর কোথায় পাবেন
তিনি?

এক সাক্ষাৎকারে রসুল সাফ বলে দিলেন, ‘ফিটনেস বাড়ানোর জন্য উপাদেয় কাশ্মীরি ডিশের মায়া কাটাতে হবে। প্রত্যেকেই জানেন, কাশ্মীরের বিভিন্ন খাদ্যের আইটেম কতটা সুস্বাদু। তবে ফিটনেস লেভেল বাড়ানোর জন্য এই সব খাবার কাটছাঁট করছি আমার প্রাত্যহিক ডায়েট থেকে।’ বিরাটের উদাহরণ টেনে এর পর রসুলের সংযোজন, ‘বিরাট যে ভাবে ডায়েট নিয়ে আত্মত্যাগ করেছে, সেটা প্রত্যেকেরই অনুসরণ করা উচিত।’

শুধু ফিটনেসই নয়, ক্রিকেটের প্রতি বিরাটের প্যাশনেও মুগ্ধ তিনি। তিনি বলছিলেন, ‘ক্রিকেটের জন্য বিরাটের নিষ্ঠা কতটা, সেটা নিয়ে আর আমার বলার কিছু নেই। তবে বিরাট বলতেই আইপিএল-এ কেকেআরের বিরুদ্ধে ইনিংগসের কথা বার বার মনে পড়ে যায়। আঙুলে স্টিচ নিয়েও স্রেফ দলের স্বার্থে লড়ে গেল ও। বিরাট যে কতটা কষ্ট পাচ্ছিল, সেটা অনুভব করতে পারছিলাম, তবে ও সেটা নিয়েই দিব্যি খেলে গেল।’ বিরাটে মজে রসুল এর পরেও বলেই চলেছিলেন, ‘ওকে দেখেই বুঝতে পারি, বিশ্বমানের ক্রিকেটার বলতে কী বোঝায়। প্রত্যেকেরই কাছেই ও বড়ো এক অনুপ্রেরণা।’-এবেলা
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে