বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ০১:০২:১২

ইতিহাস ভেঙ্গে চুরমার করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ওয়ার্নার-টম হেড

ইতিহাস ভেঙ্গে চুরমার করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ওয়ার্নার-টম হেড

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইসিসিতে বিশ্বরেকর্ড। আগের রেকর্ড ভেঙ্গে চুরমার করেছেন এই দুই ব্যাটসম্যান। ওপেনার হিসেবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটি ২৮৬ রান।

২০০৬ সালে শ্রীলঙ্কার ওপেনিং জুটি করে এই রান। উপুল থারাঙ্গা ও সনাৎ জয়সূরিয়া ইংল্যান্ডের বিপক্ষে করেন এই রান। এই রেকর্ডটিই ভেঙ্গে দিতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান।

তারা হলেন ডেভিড ওয়ার্নার ও টম হেড। ২৮৪ রানের মাথায় ওয়ার্নারকে ফেরান জুনায়েদ। তবে এর আগেই একটি বিশ্বরেকর্ড করেছেন তারা। ওয়ানডেতে ওপেনিং জুটির দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি এখন তাদের দখলে।

২০১১ সালে এটি করেছিলেন তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গা। আজ বৃহস্পতিবার ২৮৪ রান করে এই রেকর্ডটি ভেঙ্গে দিয়েছেন ওয়ার্নার ও হেড। তবে তারা আক্ষেপ করতে পারেন দুই রানের জন্য। আর দুটি রান করতে পারলেই ক্রিকেটে সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড হত তাদের।  
২৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে