শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ১০:০৬:৩১

বিপিএল খেলার ডাক পেয়েছেন যেসব টাইগার ক্রিকেটার

বিপিএল খেলার ডাক পেয়েছেন যেসব টাইগার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : যেসব টাইগার ক্রিকেটার বিপিএল খেলার জন্য ডাক পেয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এখন দেখার বিষয় টাইগাররা কে কোন দলের হয়ে এই ধুন্ধুমার আসরে অংশ নেয়।

আইকন ক্রিকেটার করা হয়েছে ৬ জন শীর্ষ টাইগার ক্রিকেটারকে। বিপিএলের ৬ টি দলেই একজন করে আইকন ক্রিকেটার খেলবেন। অন্যদের মধ্যে ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করে বিসিবি।  

এ, বি, সি ও ডি গ্রেডে সাজানো হয়েছে এই তালিকা। নিচে তালিকাটি তুলে ধরা হলো-

গ্রেড ‘এ’: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, সব্বির রহমান রুম্মন, সৌম্য সরকার, রনি তালুকদার, মুমিনুল হক সৌরভ, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলাম।

গ্রেড ‘বি’ : শামসুর রহমান, সৈকত আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, জুনায়েদ সিদ্দিক, মেহেদী মারুফ, অলক কাপালি, শাহরিয়ার নাফিস, নাঈম ইসলাম, নুরুল হাসান সোহান, নাফিস ইকবাল, নাজমুল হোসেন মিলন, জহিরুল ইসলাম অমি, রকিবুল হাসান, মার্শাল আইয়্যুব, ফরহাদ হোসেন, নাদিফ চৌধুরী, তাসামুল হক, ফরহাদ রেজা, মাহমুদুল হাসান লিমন, আরিফুল হক, আবুল হাসান রাজু, জিয়াউর রহমান, মুক্তার আলী, আল আমিন হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ শরীফ, কামরুল হাসান রাব্বি, নাবিল সামাদ, মোশারফ হোসেন রুবেল, জুবায়ের হোসেন লিখন, সাকলাইন সজিব, এনামুল হক জুনিয়র, সানজামুল ইসলাম, নাজমুল হোসেন অপু ও সৌরওয়ার্দী শুভ।

গ্রেড ‘সি’: রাজিন সালেহ, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, মেহরাব হোসেন জুনিয়র, আব্দুল মজিদ, আসিফ আহমেদ রাতুল, ইমতিয়াজ হোসেন তান্না, ইরফান শুক্কুর, অভিষেক মিত্র, মাহবুবুল করিম, অমিত মজুমদার, ধীমান ঘোষ, তানভীর হায়দার খান, হামিদুল ইসলাম হিমেল, সাদমান ইসলাম, মিজানুর রহমান, জুবায়ের আহমেদ, ফজলে আহমেদ রাব্বি, জাবিদ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, নাসির উদ্দিন ফারুক, সগির হোসেন পাভেল, মোহাম্মদ শরীফউল্লাহ, মোহাম্মদ ফরকান, রবিউল ইসলাম, দেলোয়ার হোসেন, মাহবুবুল আলম, আবু জায়েদ চৌধুরী রাহি, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির রহমান, শুভাশিষ রায়, মোহাম্মদ শহিদুল ইসলাম, ডলার মাহবুব, সাজেদুল ইসলাম, নাজমুল হোসেন, শাফাক আল জাবির, ইলিয়াস সানী, নিহাদ-উজ-জামান, আসিফ হাসান, নাঈম ইসলাম জুনিয়র, মনির হোসেন খান, বিশ্বনাথ হালদার ও রাহাতুল ফেরদৌস জাবেদ।

গ্রেড ‘ডি’ : নাজমুল সাদাত, ইজাজ আহমেদ, শেহনাজ আহমেদ, রুম্মান আহমেদ, সায়েম আলম চৌধুরী, সালমান হোসেন ঈমন, জাকির হোসেন, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জয়রাজ শেখ ঈমন, নাজমুল হাসান শান্ত, আহমেদ সিদ্দিকুর রহমান, মেহরাব হোসেন জোসি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তোহিদুল ইসলাম রাসেল, মেহেদি হাসান রানা, আব্দুল হালিম, নাসুম আহমেদ, অমিতাব নয়ন ও রনি।  
১৬ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে