শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ১১:৪৮:৫৭

আফ্রিকায় টাইগার বাহিনী, মাঠে নামার আগে এখনই নজর কাড়ছেন যারা

আফ্রিকায় টাইগার বাহিনী, মাঠে নামার আগে এখনই নজর কাড়ছেন যারা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ দল দক্ষিণ আফ্রিকার মাটিতে পৌঁছে বেশ কয়েক ঘণ্টা আগেই। জাতীয় দলের কয়েকজন মারকুটে ক্রিকেটারসহ ১৬ জন টাইগার ক্রিকেটার উড়ে গেছেন দক্ষিণ আফ্রিকায়।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রাখেন তারা। বিদেশের মাটিতে পা রেখে এখনই নজর কাড়ছেন বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার।

বাংলাদেশের ভক্তরা হয়তো এদের কাছে কাছ থেকে সেরাটা পেতে চাইবেন। পরিচিতি হওয়া যাক এমন কয়েকজনের সাথে। সৌম্য সরকার জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান।

২০১৫ বিশ্বকাপ থেকেই তার ব্যাটে আলোর আভা। সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেন হরহামেশাই। ভারত সফর ভালো কাটেনি তার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সৌম্য জ্বলে উঠবেন বলে প্রত্যাশা কোটি ভক্তের।

সৌম্য ও সাব্বির রহমান ঠিক একই অবস্থানে। উপমা ও ছন্দের দিক থেকে সৌম্যর তুলনায় কোনো অংশে কম নন তিনি। তার কাছ থেকেও সেরাটা পেতে চাইবে বাংলাদেশ।

সবচেয়ে বেশি নজর যার দিকে থাকবে তিনি হলেন, মোসাদ্দেক হোসেন সৈকট। এক মৌসুমে টানা ৩ টি ডাবল সেঞ্চুরি রয়েছে তার। যেটা অন্য কোনো টাইগারের নেই। এখন দেখার বিষয় এ দলে ডাক পেয়ে কেমন খেলেন তিনি।

দেখে নিন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ এ দল : শুভাগত হোম চৌধুরী (অধিনায়ক), সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, মো. মিঠুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন লিখন ও তাইজুল ইসলাম।

প্রসঙ্গত, আফ্রিকার সাথে বিভিন্ন ম্যাচ শেষে সেখান থেকেই জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ এ দল। যখন জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ তখন দুই দেশের জাতীয় দলেরও লড়াই হওয়ার কথা রয়েছে।
১৬ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে