রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০৯:০৬:০২

সাকিব-তামিমের পর পিএসএলে ডাক পেল আরেকজন বাংলাদেশি ক্রিকেটার

সাকিব-তামিমের পর পিএসএলে ডাক পেল আরেকজন বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এরই মধ্যে প্রথম আসরে অংশ গ্রহন করেছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে এবার পাকিস্তানের জনপ্রিয় আসরটিতে ডাক পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন তিনি।

শনিবার রাত নয়টার দিকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স নিজেদের টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের বদলি হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকে বেছে নিয়েছে দলটি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে গত বছর থেকে পাকিস্তানের ঘরোয়া লিগ পিএসএলের যাত্রা শুরু। টুর্নামেন্টের প্রথম আসরেই জায়গা করে নেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। হার্ড হিটার ওপেনার তামিমকে দলে টেনে নেয় পেশোয়ার জালমি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে দলে ভেড়ায় করাচি কিংস। তবে দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটে সাকিব-তামিম দুজনকেই দলে টেনেছে পেশোয়ার জালমি।

আগামী ৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে পিএসএলের দ্বিতীয় আসরের। একইদিনে ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। মূলত আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের ব্যস্ত সফরসূচি থাকার ফলে পেশোয়ার জালমির হয়ে এবার পুরো টুর্নামেন্টে খেলা হচ্ছে না সাকিব-তামিম ও মাহমুদউল্লাহর।

তবে সবকিছু ঠিক থাকলে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলেই পিএসএলে অংশ নিতে সরাসরি দুবাই উড়াল দেবেন সাকিব-তামিম ও মাহমুদুল্লাহ।

বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল দুই নক্ষত্র সাকিব ও তামিম। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ব্যাটিংয়ে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদও। বিপিএলের সর্বশেষ আসরেও দেখা গেছে মাহমুদউল্লাহর ঝলক। দলকে শিরোপা উপহার দিতে না পারলেও অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যে চতুর্থ বিপিএলের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন খুলনা টাইটান্সের এই অধিনায়ক।
২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে