রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ১০:০৪:৪১

আজ ‘ঘাসহীন পিচে’ সিরিজ বাঁচানোর যুদ্ধে নামবে কোহলি বাহিনী

আজ ‘ঘাসহীন পিচে’ সিরিজ বাঁচানোর যুদ্ধে নামবে কোহলি বাহিনী

স্পোর্টস ডেস্ক: নাগপুরে সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াইয়ে বিরাট কোহলি বাহিনী। তবে শনিবারের ম্যাচটি তাদের জন্য বেশ দুষ্কর হয়ে দাঁড়াবে। তার কারণ  পিচ থাকবে ঘাসহীন। যে পিচে স্পিনাররা কার্যকরী হয়ে উঠতে পারেন বলে অনেকের ধারণা।

রবিবার প্রথম একাদশের বাইরে বসতে হতে পারে পারভেজ রসুলকে। তাঁর পরিবর্তে দলে আসতে পারেন অমিত মিশ্র। সেক্ষেত্রে যজুবেন্দ্র চাহাল ও মিশ্র— দুই লেগস্পিনারকেই একসঙ্গে খেলতে দেখা যেতে পারে। নাগপুরের বড় মাঠে লেগস্পিনাররা কার্যকরী হয়ে উঠতে পারেন বলেই মনে করা হচ্ছে।

শনিবার সাংবাদিক বৈঠকে এসে চাহালও মাঠের বড় আয়তনের কথা বলে গেলেন। ‘‘বল করার সময় মাথায় রাখব মাঠের কোন দিকের বাউন্ডারি বড়,’’ বললেন চাহাল। তিনি যোগ করলেন, ‘‘নিয়ন্ত্রিত লাইন-লেংথে বল করে যাওয়াটাই আমার লক্ষ্য।’’

প্রথম ম্যাচের মতোই রবিবার ইনিংস ওপেন করতে পারেন বিরাট কোহলি। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও একটি চ্যানেলে বলেছেন, ‘‘কে. এল. রাহুলের সঙ্গে বিরাটেরই ওপেন করা উচিত।’’ দলে বদলের পক্ষপাতী নন সৌরভ। বলেছেন, ‘‘আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। প্রথম একাদশ অপরিবর্তিত রাখা উচিত।’’ সিরিজে ১-০ এগিয়ে থাকা ইংল্যান্ডের পেসার ক্রিস জর্ডান বলেছেন, ‘‘অধিনায়ক অইন মর্গ্যান সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বলে গোটা দল মানসিকভাবে উদ্বুদ্ধ হয়ে রয়েছে। আমরা আগের ম্যাচের ফর্ম ধরে রাখতে চাই।’’
২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে