রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০২:৩০:১২

সাকিব নয়, এবার বাংলাদেশ থেকে পিএসএল খেলতে যাবে যে দুই টাইগার

সাকিব নয়, এবার বাংলাদেশ থেকে পিএসএল খেলতে যাবে যে দুই টাইগার

স্পোর্টস ডেস্ক: এবার আর পিএসএল খেলতে যাওয়া হচ্ছে না সাকিবের। অন্য দুই ক্রিকেটার খেলবেন এই আসরে। ক্রিকেট বিশ্বে বর্তমানে দারুণ জনপ্রিয় হয়ে উঠছে ফ্রেঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-২০ টুর্নামেন্টগুলো ।

প্রায় প্রতিটা ক্রিকেট দেশই এখন নজর দিচ্ছে এমন টুর্নামেন্ট আয়জনের দিকে । ফলে ভারত , অস্ট্রেলিয়া আর বাংলাদেশের পর এখন সারা বিশ্বেই আয়োজিত হতে যাচ্ছে এমন আসর । পাকিস্তানও গতবার থেকে শুরু করেছে পাকিস্তান সুপার লিগ বা পিসিএল নামে এই আসর । নিজেদের দেশে খেলা আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় তারা এই আসর আয়োজন করে দুবাইতে ।

এবারও পাকিস্তানের পিসিএল শুরু হবে ৯ ফেব্রুয়ারি । এই আসরে গতবার বাংলাদেশ থেকে খেলেছিলেন একাধিক তারকা । এবারও খেলা নিশ্চিত হয়েছে সাকিব আল হাসান আর তামিম ইকবালের ।

যারা গেলো আসরে ভিন্ন দলে খেললেও এবার মাঠ মাতাবেন একই দল পেশোয়ার জুলমির হয়ে । ৯ তারিখ থেকে বাংলাদেশের ভারত সফর থাকায় তারা প্রথম থেকে নয় , খেলবেন মাঝের চার-পাঁচটি ম্যাচ ।

এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে দেখা যাবে টাইগার অল রাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। শনিবার রাতে এক টুইট বার্তায় দলের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়। অস্ট্রেলিয়ান তারকা ব্র্যাড হজের বদলী হিসেবে তাঁকে দলে ভেড়াল কোয়েটা।

রিয়াদ ছাড়াও পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলবেন তামিম ইকবাল। একই দলে সাকিবের খেলার কথা থাকলেও তিনি না বলে দেয়ায় তাঁর পরিবর্তে খেলবেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান।

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ৯ ফেব্রুয়ারি। চলবে ৫ মার্চ পর্যন্ত। এবারের আসরে ৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
দলগুলো হল-করাচি কিংস, লাহোর কোয়ালান্ডার্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্লাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেড।

গ্রুপ পর্ব থেকে ফাইনালে পর্যন্ত ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শিরোপার লড়াই হবে পাকিস্তানের লাহোরে। এমন ঘোষণা আগেই দিয়ে রাখেন পিএসএলের চেয়ারম্যান নাজাম শেঠি।
২৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে