রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০২:৩২:০৬

জল্পনা বাড়িয়ে রহস্যজনকভাবে মৃত্যু ভারতীয় ক্রিকেট দলের এই সদস্যের

জল্পনা বাড়িয়ে রহস্যজনকভাবে মৃত্যু ভারতীয় ক্রিকেট দলের এই সদস্যের

স্পোর্টস ডেস্ক: বব উলমারের ছায়া এবার ভারতীয় ক্রিকেটে। রহস্যজনকভাবে মারা গেলেন ভারতীয় যুব ও ‘এ’ দলের ফিজিক্যাল ট্রেনার রাজেশ সাওয়ান্ত। রবিবার সকালে ভারতীয়-এ দলের অনুশীলন ছিল মু্ম্বইয়ে। সকালে অনুশীলনে রাজেশকে দেখতে না পাওয়ার পর স্কোয়াডের এক সদস্য হোটেলে খুঁজতে যান তাঁকে। সেখানেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ভারতীয় বোর্ডের যুগ্ম সচিব অমিতাভ চৌধুরি পরে জানান, ‘সকালে রাজেশকে অনুশীলনে দেখতে না পাওয়ায় হোটেলে চেক করে দেখা হয়। নিজের রুমে রাজেশকে মৃত অবস্থায় পাওয়া যায়।’ অমিতাভ পরে রত্নাকর শেঠীকে ঘটনাস্থলে গিয়ে পুরো অবস্থার খতিয়ে দেখার নির্দেশ দেন।


রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ভারতীয় যুব দল সোমবারই ইংল্যান্ডের বিরুদ্ধে চারটে ওয়ান ডে ও দুটো চার দিনের ম্যাচে খেলতে নামছে। প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে নামার আগেই দুর্ঘটনা। রাজেশ কেন মারা গেলেন, সেই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

কিছুদিন আগেই সফররত ইংল্যান্ডের বিরুদ্ধে যে ভারতীয়-এ দল প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিল, রাজেশ সেই দলের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি রঞ্জিজয়ী গুজরাতের বিরুদ্ধে ইরানিতে অবশিষ্ট ভারতীয় দলের ট্রেনার হিসাবে স্কোয়াডে ছিলেন। লালচাঁদ রাজপুত যখন আফগানিস্তানের জাতীয় দলের কোচ হয়েছিলেন, সেই দলের ফিজিক্যাল ট্রেনার ছিলেন রাজেশ।

মুম্বই ক্রিকেটে বিভিন্ন বয়স ভিত্তিক দলের সঙ্গে দীর্ঘকাল যুক্ত থাকা রাজেশের অভিজ্ঞতা যে ভারতীয় ক্রিকেটের সম্পদ ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।-এবেলা
২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে