রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০৩:০৪:৫২

২৮ টি বাউন্ডারিতে ডাবল সেঞ্চুরি করে তাক লাগালেন লিটন দাস

২৮ টি বাউন্ডারিতে ডাবল সেঞ্চুরি করে তাক লাগালেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক: এবার তাক লাগালেন লিটন দাস। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিনে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিটির দেখা পেয়েছেন লিটন।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে যেটি তার ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস। জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর ঘরোয়া ক্রিকেটে রানেই ছিলেন। রোববার ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে দ্বিশতক তুলে নিয়ে সেটারই ধারাবাহিকতা ধরে রেখেছেন।

ফার্স্ট ক্লাস ক্রিকেটে সব মিলিয়ে এটা তার ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। ২৮ টি বাউন্ডারি মেরে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। ফর্মহীনতায় অনেক সমালোচনার শিকার হওয়া লিটন দেখিয়ে দিলেন তিনি আসলে দুর্দান্ত পারফর্মার। জাতীয় লিগে ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে খেলছেন তিনি। সেন্ট্রাল জোনের বিপক্ষে তার ব্যাটে ঝড়।

বগুড়ার চান্দু স্টেডিয়ামে এবার কাণ্ডারিরুপে তিনি। সেন্ট্রাল জোন ইস্ট জোনের বোলিং তোপে ২২৪ রানে গুটিয়ে যায়। এর জবাবে এরই মধ্যে ৩২৮ রান করেছে ইস্ট জোন। ২০০ রানের ইনিংসে ৪টি ছক্কা ও ২৪ টি চার মেরেছেন তিনি।
২৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে