রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০৩:১১:১৪

এবারের পিএসএল খেলে টাইগাররা কে কত টাকা পাবেন? সবচেয়ে বেশি পাবেন কোন টাইগার?

এবারের পিএসএল খেলে টাইগাররা কে কত টাকা পাবেন? সবচেয়ে বেশি পাবেন কোন টাইগার?

স্পোর্টস ডেস্ক: সময় ও সুযোগ মোতাবেক পিএসএল খেলতে উড়ে যাবে তারা। এর আগে জেনে নিন, এবারের পিএসএল খেলে টাইগাররা কে কত টাকা পাবেন? সবচেয়ে বেশি পাবেন কোন টাইগার? বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সময়টা খুব ভালো না গেলেও তাতে কিন্তু বিশ্ব ক্রিকেটে তাদের চাহিদায় বিন্দুমাত্র ভাঁটা পড়ছে না । বরং দিন্দিন বেরে চলেছে তাদের চাহিদা ।

তাই এখন বাংলাদেশ থেকে সারা বিশ্বের বিভিন্ন ফ্রেঞ্চাইজি আসরগুলোতে নিয়মিত যাচ্ছেন টাইগাররা , আইপিএল , বিগ ব্যাশ , ক্যারিবিয়ান লিগ কোথায় নেই টাইগাররা । এইতো , আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগেও এবার খেলতে যাচ্ছেন তিন টাইগার ।

অথচ এই সময় আছে বাংলাদেশের ভারত সফর । তাতে প্রথম থেকে খেলতে পারবেন না বাংলাদেশের জাতীয় দলের তারকারা । কিন্তু তাতে কি! যে কয় খেলার জন্য পাওয়া যায় , সেটাকেই লাভ মনে করছেন পাকিস্তান সুপার লীগের দলগুলো । তাইতো তারা নিয়ে নিয়েছে সাকিব আল হাসান , তামিম ইকবাল আর মাহামুদুল্লাহ রিয়াদকে ।

সাকিব আল হাসান আর তামিম ইকবাল এবার খেলছেন একই দল পেশোয়ার জুলমিতে । আর আজ সকালেই অস্ট্রেলিয়ান ব্র্যাড হজের জায়গায় মাহামুদুল্লাহকে দলে ভেড়াবার ঘোষণা দিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ।

এবার কোন নিলাম হয় নি গতবারের মতই । নির্দিষ্ট দামে যার যার পছন্দের খেলোয়াড় বেছে নিয়েছে পিএসএলের ফ্রেঞ্চাইজিরা ।

এ প্রসঙ্গে পিএসএল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে আগেই জানিয়েছিল , ‘খেলোয়াড়দের নিলামের চেয়ে পিএসএল সব দলের জন্য সমান প্রতিযোগিতা ও অর্থনৈতিক সুবিধা দিতে চায়। নিলাম যুদ্ধে নামার বদলে প্রত্যেকটি খেলোয়াড় কেনার জন্য দলগুলোকে নির্দিষ্ট মূল্য দিতে হবে।’

সেইভাবেই ক্রিকেটারদের পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে- প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও এমার্জিং।

ক্যাটাগরি অনুযায়ী, সাকিবের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার। অর্থ্যাৎ বাংলাদেশি টাকায় বিশ্বসেরা এই অলরাউন্ডার পাবেন এক কোটি নয় লাখ উনিশ হাজার টাকা। যা পিএসএল তারকাদের সর্বোচ্চ মুল্য ।

তার দলের আরেক খেলোয়াড় টাইগার তামিমের দাম নির্ধারিত হয়েছে ৫০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৯ লক্ষ টাকা। অন্যদিকে মাহামুদুল্লাহ পাচ্ছেন বাংলাদেশী টাকায় ২০ লাখ টাকা।
২৯ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে