রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০৩:৩৭:১০

শল্যবিদ ডেভিড ইয়াংয়ের শরণাপন্ন হচ্ছেন পেসার শহীদ

শল্যবিদ ডেভিড ইয়াংয়ের শরণাপন্ন হচ্ছেন পেসার শহীদ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ শুরু থেকে বেশ দাপট দেখালেও আসরের মাঝপথে ইনজুরিতে পড়েন জাতীয় দলের পেসার মোহাম্মদ শহীদের। যার ফলে বাদ পড়েন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সিরিজ থেকেও। দীর্ঘদিন পুনর্বাসনের পরও সুস্থ না হওয়ায় তাকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন এই পেসার। পরবর্তীতে ইয়াংয়ের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলবে। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এ প্রসঙ্গে দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমাদের ধারণা তার অস্ত্রোপচার লাগতে পারে। কিন্তু শেষ সিদ্ধান্ত যিনি অস্ত্রোপচার করবেন, তিনিই দেবেন। আপাতত অস্ট্রেলিয়ায় মেলবোর্নে ডেভিড ইয়াংয়ের কাছেই যাচ্ছে শহীদ।’

আগামী সপ্তাহের মধ্যেই শহীদকে অস্ট্রেলিয়া পাঠানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘মাস খানেক ধরে আমরা ওর পুনর্বাসনের চেষ্টা করেছি। কিন্তু আমাদের মনে হচ্ছিল, পুনর্বাসনেও হয়তো পুরোপুরি রিকভারি হবে না। এজন্য আমরা অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ সার্জনের কাছে পাঠানোর চেষ্টা করছি। সব লজিস্টিক ব্যাপার ঠিক হলে আশা করছি, সামনের সপ্তাহে ও অস্ট্রেলিয়ায় যাবে।’

এদিকে শহীদকে জরুরী ভিত্তিতে অস্ট্রেলিয়ায় পাঠানো হলেও এখনই তার অস্ত্রোপচার করা হচ্ছে না বলেও জানান দেবাশীষ। এমনকি অস্ত্রোপচার নাও লাগতে পারে। সেক্ষেত্রে এক থেকে দেড়মাসের মধ্যেই মাঠে ফেরার সম্ভবনা রয়েছে এই পেসারের। তবে হাঁটুর অস্ত্রোপচার হলে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে শহীদকে।

বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএলে দুর্দান্ত সূচনা করলেও ফিল্ডিং করার সময় ইনজুরি আক্রান্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন শহীদ। এর আগে ঢাকার হয়ে আট ম্যাচে দখল করেন ১৫ উইকেট। বিপিএলে দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফেরার সম্ভাবনা জাগালেও হঠাৎ হাঁটুর ইনজুরিতে ছিটকে পড়েন নিউজিল্যান্ড সফর থেকে।
২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে