শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ০৩:৫৪:৫২

ইংলিশ প্রিমিয়ার লীগ শুরু আগামীকাল

ইংলিশ প্রিমিয়ার লীগ শুরু আগামীকাল

স্পোর্টস ডেস্ক: নবম রাউন্ডের ম্যাচ দিয়ে আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলের লড়াই। এবারের লড়াইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই দেখতে চাইছে বড় তিন ক্লাব ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠে নামবে অন্য দুই বড় ক্লাব লিভারপুল ও চেলসিও। তবে তাদের চিন্তায় পয়েন্ট টেবিল নয়, আবারো জয়ের ধারায় ফিরে আসার লক্ষ্য লিভারপুল ও চেলসির। অষ্টম রাউন্ড শেষে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। ১৮ পয়েন্ট সংগ্রহ তাদের। সমান ১৬ করে পয়েন্ট রয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে গোল গড়ে এগিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আর্সেনাল। আর তৃতীয় স্থানে ম্যান’ইউ। তাই নবম রাউন্ড শেষে নিজেদেরকে টেবিলের শীর্ষে দেখতে চাইছে ম্যান’সিটি, আর্সেনাল ও ম্যান’ইউ। এমন লক্ষ্য পূরণের জন্য নিজ নিজ খেলাতে তো জিততেই হবে, সেই সাথে অন্যের হার বা ড্র’ও হতে হবে। অন্যকে ভাবার আগে নিজ নিজ ম্যাচেই জিততে চাইছে ম্যান সিটি, আর্সেনাল ও ম্যান’ইউ। তবে ভাগ্য ভালো থাকলে তা এমনিতেই সম্ভভ হবে। এমন সমীকরণ জানেন ম্যান’সিটির কোচ ম্যানুয়েল প্লেগ্রিনি। নবম রাউন্ডে ম্যান সিটির প্রতিপক্ষ বার্নমাউথ। ওই ম্যাচ নিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন প্লেগ্রিনি। প্লেগ্রিনি বলেন, ‘আমরা তো টেবিলের শীর্ষেই রয়েছি। আমাদের লক্ষ্য শীর্ষস্থান ধরে রাখা। প্রতিপক্ষ সহজ হলেও আমরা এ ম্যাচকে হালকাভাবে নিচ্ছি না। ছেলেরা ম্যাচ জয়ের জন্য মুখিয়ে থাকে। যেমনটা আগের ম্যাচেও ছিলো। নিউক্যাসলের বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ খেলেছি আমরা। ওভাবে খেলতে পারলে নবম রাউন্ডেও আমাদের জয় নিশ্চিত।’ সার্জিও আগুয়েরোর পাঁচ গোলে নিজেদের অস্টম ম্যাচে ম্যান সিটি ৬-১ গোলে হারায় নিউক্যাসল ইউনাইটেডকে। ম্যান’সিটির বড় ব্যবধানে না জিতলেও আগের ম্যাচে দুর্দান্ত এক জয়ের স্বাদ পায় আর্সেনাল। ম্যান’ইউকে ৩-০ গোলে হারায় তারা। তাতেই পয়েন্টের দিক দিয়ে ম্যান’ইউ’কে ধরে ফেলে আর্সেনাল। আর ওই জয়কেই পুঁজি করে নবম রাউন্ডের ম্যাচে জয়োল্লস করতে চায় আর্সেনাল বলে জানালেন দলের কোচ আর্সেন ওয়েঙ্গার, ‘ম্যান’ইউ’র বিপক্ষে আগের স্মৃতিটা দারুণ। ভাবতেই অবাক লাগছে। ছেলেরা এতোটা ভালো খেলবে ভাবতে পারিনি। ওই জয়ে আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে। মাঝে দু’সপ্তাহ খেলা না হলেও, পরের ম্যাচে ভালো খেলতে ওই জয়টি সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেবে আমাদের। এ ছাড়া আমাদের চিন্তা-ভাবনায় টেবিলের অবস্থানটাও রয়েছে। শীর্ষে উঠতে গেলে আমাদের শতভাগ ম্যাচ জিততে হবে। তবে অন্য দলগুলো পয়েন্ট হারালেই আমাদের সুযোগ আসবে।’ প্রতিপক্ষের মাঠে ওয়াটফ্রডের বিপক্ষে লড়বে আর্সেনাল। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই আর্সেনালের বিপক্ষে ম্যাচ খেলতে নামে ম্যান’ইউ। কিন্তু আর্সেনালের কাছে হেরেই টেবিলের শীর্ষস্থান হারায় তারা। সেই দুঃখ এখন তাড়া দেয় তাদের। তবে সেটি দ্রুত ভুলে আবারো জয়ের ধারায় ফেরাই প্রধান লক্ষ্য বলে জানালেন দলের কোচ লুইস ভ্যান গাল। তিনি বলেন, ‘আর্সেনালের বিপক্ষে ম্যাচে কি হয়েছে সেগুলো নিয়ে ভাবতে চাই না। আমাদের সামনে এখন এভারটন। তাদের বিপক্ষে কোনো ফর্মুলাতে খেলবো, সেটিই ভাবছি আমরা। শীর্ষে থাকা দলের সাথে আমাদের ব্যবধানটা খুব বেশি নয়। মাত্র দু’পয়েন্ট। সেটি কখনো না কখনো ঘুঁচে যাবে। শীর্ষস্থান হারানো খুবই কষ্টের বিষয় ছিলো। তবে এটি অনেক বড় লীগ। আবারো আমরা বা অন্য কোন দল শীর্ষে থাকবে এটাই নিয়ম।’ ম্যান’সিটি, আর্সেনাল ও ম্যান ইউ যেখানে টেবিলের শীর্ষস্থান নিয়ে ভাবছে। সেখানে অন্য দু’দল লিভারপুল ও চেলসি আবারো জয়ের ধারায় ফিরতে চায়। কারণ, অষ্টম রাউন্ডের ম্যাচে এভারটনের সাথে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। এ ছাড়া পয়েন্ট টেবিলে খুব ভালো অবস্থায় নেই তারা। ৮ খেলা শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে লিভারপুল। টটেনহ্যামের হটস্পারের বিপক্ষে পরের ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠে আসবে লিভারপুল। লিভারপুলের চেয়ে পয়েন্ট টেবিলে চেলসির অবস্থা আরও খারাপ। মাত্র ৮ পয়েন্ট সংগ্রহে নিয়ে টেবিলের ১৬তম স্থানে রয়েছে তারা। নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে নবম ম্যাচ খেলবে চেলসি। অবশ্য গত ম্যাচে নিজেদের মাঠেই সাউদাম্পটনের কাছে ৩-১ গোলে হেরেছিলো চেলসি। বাসস ১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে