রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০৭:৩১:৩৬

ভারতীয় ক্রিকেটারের রহস্যজনক মৃত্যু

ভারতীয় ক্রিকেটারের  রহস্যজনক মৃত্যু

স্পোর্টস ডেস্ক: রহস্য উসকে চলে গেলেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দলের হিটার ব্যাটসম্যান ফিটনেস ট্রেনার রাজেশ সাওয়ান্ত। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সোমবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে এবং চার ম্যাচের লড়াইয়ে নামবে ভারতীয় ‘এ’ দল। আর তার আগেই ঘটল এমন ঘটনা।-খবর সাংবদ প্রতিদিন

রোববার সকালে প্র্যাকটিসের সময় কয়েকজন ক্রিকেটার রাজেশকে মাঠে না দেখে হোটেলের ঘর থেকে ডেকে আনতে যান। বেশ খানিকক্ষণ ধরে দরজা ধাক্কা দিলেও ভিতর থেকে কেউ উত্তর দেননি। তখনই ক্রিকেটাররা এবং দলের অন্যান্য সদস্যরা সাহায্যের জন্য হোটেল কর্তৃপক্ষকে ডাকেন। হোটেল স্টাফ এসে নকল চাবি দিয়ে দরজা খুলে দেন।

ঘরের ভিতর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৪০ বছরের রাজেশকে। মেরিন ড্রাইভ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশই রাজেশকে বোম্বে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতনদন্তে পাঠানো হয়েছে।

ঠিক কীভাবে মৃত্যু হয়েছে ফিটনেস ট্রেনারের, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই তা প্রকাশ করা হবে বলে জানায় পুলিশ। তবে তাদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই প্রাণ হারিয়েছেন তিনি।

বিসিসিআইয়ের যুগ্ম-সচিব অমিতাভ চৌধুরি জানান, সকালে অনুশীলনে যোগ দেননি রাজেশ। তখনই তাঁর খোঁজ করা হয়েছিল। তারপর হোটেলের ঘরে গিয়ে দেখা যায় এমন ঘটনা ঘটেছে।

ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেওয়ার আগে আফগানিস্তান দলের সঙ্গে যুক্ত ছিলেন রাজেশ। সম্প্রতি রাহুল দ্রাবিড়ের ভারতীয় ‘এ’ দলের ফিটনেস কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল তাঁকে। চলতি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি ওয়ার্ম-আপ ম্যাচেও ধোনিবাহিনীর দলের দায়িত্বেও ছিলেন তিনি।
তাছাড়া সদ্য সমাপ্ত ইরানি ট্রফিতে ভারতীয় অবশিষ্ট একাদশে ঋদ্ধিমানদের ফিটনেস ট্রেনার রাজেশ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেটমহল। বোর্ডের তরফে তাঁর পরিবারকে সহানুভূতি জানানো হয়েছে।
২৯ জানুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে