রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০৮:৪৮:৩০

‘চার বছরে এশিয়ার শক্তিশালী দল হবে বাংলাদেশের মেয়েরা’

‘চার বছরে এশিয়ার শক্তিশালী দল হবে বাংলাদেশের মেয়েরা’

স্পোর্টস ডেস্ক: মেয়েদের ফুটবল নিয়ে আরো বড় স্বপ্ন দেখছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। তিনি আশা করছেন, মেয়েরা যেভাবে পরিশ্রম করছে তাতে আগামী চার বছরের মধ্যে এশিয়ার শক্তিশালী দলে পরিণত হবে।

 রোববার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি। গত ১০ ডিসেম্বর কাজী সালাউদ্দিন চার বছরের ক্যালেন্ডার ঘোষণা করেছেন। দেড় মাস পর ওই ক্যালেন্ডারের ফলোআপ ব্যাখ্যা করতে এ সংবাদ সম্মেলন আয়োজন করেছিলেন বাফুফে সভাপতি।

জাপানের জে-গ্রিন সাকাই নারী ফুটবল ফেস্টিভালে মেয়েদের অংশগ্রহণ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেছেন, ‘মেয়েরা জাপান সফর করলো। ওখানে ফলাফল কী হয়েছে; সবাই জানেন। আমি আশা করছি, এ দলটিকে চার বছরে এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেব তৈরি করা সম্ভব হবে। কারণ তারা কঠোর পরিশ্রম করছে।’

নারী দল নিয়ে সম্প্রতি কিছু সমস্যাও তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‘কিছু সমস্যাও তৈরি হচ্ছে। আমি বাস্তবতায় আসি। মেয়েরা ঢাকায় যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন প্রতিপক্ষকে ৪-৫ গোল করে দিয়েছে। তাতে তাদের মনে হয়েছে উপরে উঠে গেছে।

কিন্তু এখন যেখানে খেলবে তার মধ্যে একটা গ্যাপ রয়েছে। এ গ্যাপ পূরণ করতে গেলে আরো অনেক পরিশ্রম করতে হবে। তারা এতটা কঠিন খেলায় অভ্যস্ত নয়। তাই কিছু অভিযোগ করে। কিছুদিন গেলে তাদেরও অভ্যাস হয়ে যাবে।’

আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের চূড়ান্ত পর্ব। এ টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতির জন্য মেয়েদের আবারো দেশের বাইরে পাঠানো হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি, ‘আমরা আগামী মাসে এ মেয়েদের এ দলটিকে সিঙ্গাপুর পাঠাচ্ছি।

গত মাসে শিলিগুড়িতে অনুষ্ঠিত চতুর্থ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রানার্সআপ হয়েছে।’ বাফুফে সভাপতি দলটিকে আরো উন্নত করার তাগিদ দিয়েছেন, ‘ইতিহাসে প্রথমবার বাংলাদেশের মেয়েরা খেলেছে সাফের ফাইনালে। তাদের আরো উন্নতি করতে হবে।’
২৯ জানুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে