ডব্লিউটিএর ফাইনালে কেভিতোভা
স্পোর্টস ডেস্ক: চতুর্থ খেলোয়াড় হিসেবে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ডব্লিউটিএ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন দুইবারের উইম্বলডন বিজয়ী পেট্রা কেভিতোভা। বিশ্বের শীর্ষ আট খেলোয়াড় নিয়ে বছর শেষের এই টুর্ণামেন্টে এর আগেই জায়গা করে নিয়েছেন সিমোনা হালেপ, মারিয়া শারাপোভা ও গারবিন মুগুরুজা।
২০১১ সালের নিজের অভিষেক আসরেই চেক প্রজাতন্ত্রের তারকা কেভিতোভা চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ সম্পর্কে কেভিতোভা বলেন, টানা পঞ্চমবারের মত ডব্লিউটিএ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় আমি দারুন খুশী। চলতে মৌসুমে আমি বেশ কিছু কঠিন সময় পার করেছি। সে কারনেই আবারো খেলার সুযোগ পেয়ে আমি একটু বেশী আনন্দিত। আবারো সিঙ্গাপুরে খেলার জন্য এখন আমি মুখিয়ে আছি।
মাদ্রিদ ওপেন, সিডনি ও কানেকটিকাটে শিরোপা জিতে এবারের ডব্লিউটিএ ফাইনালে বেশ আত্মবিশ্বা নিয়েই খেলতে যাচ্ছেন কেভিতোভা।
চলতি মাসের শুরুতে একটু আগে ভাগেই এবারের মৌসুম শেষ করার ঘোষনা দেয়ায় আগামী ২৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এবারের ইভেন্টে খেলছেন না বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামস।-বাসস
১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�