জকোভিচ কি ফেদারারের রেকর্ডটি ভাঙ্গতে পারবে?
স্পোর্টস ডেস্ক: টেনিসের সাবেক নাম্বার ওয়ান সুইজারল্যান্ডের রজার ফেদেরার গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ভেঙ্গে ফেলা সম্ভব বলে মনে করেন বর্তমানে এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচ। পুরুষদের বিভাগে সর্বোচ্চ ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জিতে বর্তমানে সবার উপরে ফেদেরার। আর ১০টি গ্র্যান্ড স্ল্যাম সংগ্রহশালায় রয়েছে জকোভিচের। ফেদেরার চেয়ে এখনও ৭টি গ্র্যান্ড স্ল্যাম কম রয়েছে জকোভিচের। তারপরও ফেদেরার রেকর্ডকে ছাড়িয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। জকোভিচ বলেন, ‘এটা অসম্ভব কিছু না। ফেদেরার রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম টপকে যাওয়া সম্ভব। ভবিষ্যতে সেটি করে দেখানোর লক্ষ্য আমার আছে।’
জকোভিচের মতে, ‘ফেদেরার রেকর্ড সর্ম্পকে আমার ধারনা রয়েছে। ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। তার রেকর্ড ভেঙ্গে ফেলা অসম্ভব কিছু না। এখনও অনেক কিছু বাকী রয়েছে। যদি অনেক দিন খেলতে পারি তবে ভবিষ্যতে ফেদেরার রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম টপকে যাওয়া সম্ভব হবে। ভবিষ্যতে সেটি করে দেখানোর লক্ষ্য আমার আছে। অনেকেই বলে, আমার পক্ষে ফেদেরার রেকর্ড ভেঙ্গে ফেলা সম্ভব। তখন আমার খুবই ভালো লাগে। আমি সম্মানিতবোধ করি।’
১৯৯৯ সাল থেকে পুরোদমে গ্র্যান্ড স্ল্যাম খেলছেন ৩৪ বছর বয়সী ফেদেরার। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৭টি গ্র্যান্ড স্ল্যাম খেলেছেন তিনি। আর জিতেছেনও ঠিক ১৭টি গ্র্যান্ড স্ল্যাম। এরমধ্যে অস্ট্রেলিয়ান ওপেন ৪টি, ফ্রেঞ্চ ওপেন ১টি, উইম্বলডন ৭টি ও ইউএস ওপেন ৫টি। ফলে বর্তমানে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের মালিক ফেদেরারই। ১৪টি করে গ্র্যান্ড স্ল্যাম জিতে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের পিট সাম্প্রাস ও স্পেনের রাফায়েল নাদাল।
উল্লেখ্য, ২০০৯ সালেই পিট সাম্প্রাসকে টপকে বিশ্ব টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের মালিক বনে যান ফেদেরার। এরপর আজ অবধি মাত্র ৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি।
অন্যদিকে ২৮ বছর বয়সী জকোভিচ, টেনিস ক্যারিয়ারে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন ৫টি, উইম্বলডন ৩টি ও ইউএস ওপেনের ২টি শিরোপা জিতেছেন।
১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�