শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ০৭:৩৭:৪০

এবার টাইগারদের ভাগ্য ঠিক হবে লটারির মাধ্যমে

এবার টাইগারদের ভাগ্য ঠিক হবে লটারির মাধ্যমে

স্পোর্টস ডেস্ক: ফিক্সিং কেলেঙ্কারির প্রায় তিন বছর পর আগামী মাসের ২২ তারিখে মাঠে গড়াবে বিপিএল-এর তৃতীয় আসর। এবাররের বিপিএল-এ দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের পার্থক্যের ব্যাপারে দেশি ক্রিকেটারদের আছে মিশ্র প্রতিক্রিয়া। বিদেশি ক্রিকেটার বাধ্যতামূলক করায় কমে যাবে দেশি ক্রিকেটারদের সুযোগ। তাই দেশের অনেক ক্রিকেটার এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তবে বেশিরভাগ দেশি ক্রিকেটাররা একমত যে, দীর্ঘ দিন বিপিএল- শুরু হওয়াটা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক। গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে আসন্ন বিপিএল-এ খেলোয়াড়দের তালিকা ও ক্যাটাগরি। প্লেয়ার বাই চয়েস বা লটারির মাধ্যমে এবার ক্রিকেটারদের ভাগ্য ঠিক হবে- কে কোন দলে খেলার সুযোগ পাবেন। এ ব্যাপারটি ঠিক হলেও, দেশি ও বিদেশি খেলোয়াড়দের সাথে সমান ক্যাটাগরিতে থেকেও পারিশ্রমিকের পার্থক্য দ্বিগুণ হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেশীয় ক্রিকেটারদের মাঝে। কিন্তু প্রশ্ন, আইপিএল, বিগব্যাশ কিংবা ক্যারিবিয়ান লিগে বিদেশি ক্রিকেটার সেরা একাদশে সর্বোচ্চ চারজনের নিয়ম হলেও, এবার বিপিএল-এ নিয়ম বাধ্যতামূলক চারজন বিদেশি ক্রিকেটার খেলাতে হবে। এতে সুযোগ কমে যাবে দেশি ক্রিকেটারদের। তা ঠিকভাবে নিতে পারছেন না দেশি ক্রিকেটাররা। ১৬ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে