বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:০৬:৫৯

ভারতীয় খেলোয়াড়কে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ভারতীয় খেলোয়াড়কে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক: আমেরিকার নতুন ডোনাল্ড ট্রাম্পের আদেশের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি ভারতীয় এক অ্যাথলেট এবং স্নোশু দলের ম্যানেজার।-খবর হিন্দুস্তান টাইমস'র।

কাশ্মীরের বাসিন্দা ভারতীয় ওই অ্যাথলেটের নাম তানভির হোসেন (২৪) এবং তার ম্যানেজারের নাম আবিদ হোসেন। তাদের যুক্তরাষ্ট্রের সারানাক লেক ভিলেজে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ব স্নোশু প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা ছিল।
 

যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা পাওয়া উভয় ক্রীড়া ব্যক্তিত্ব হিন্দুস্তান টাইমসকে জানান, দিল্লির মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাদের বলা হয়েছে বর্তমান পরিস্থিতি এবং নির্দেশনার আলোকে তাদের যুক্তরাষ্ট্রে গমনের অনুমতি দেয়া সম্ভব হচ্ছে না।

ম্যানেজার আবিদ হোসেন বলেন, প্রতিযোগিতায় অংশ নেয়ার আমন্ত্রণপত্র, সরকারি স্পন্সরশিপ, স্নোশু ফেডারেশনের পত্র এবং সারানাক লেকের মেয়রের আমন্ত্রণপত্র দেয়ার পরেও যুক্তরাষ্ট্রে গমনের অনুমতি না পাওয়া খুবই দুঃখজনক।

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সারানাক লেকের মেয়র ক্লাইদে রাবিদিউ। তিনি এক ফেসবুক বার্তায় বলেন, আমরা ভারতীয় দলের পাশে আছি। তাদের প্রতিযোগিতায় অংশ নেয়ানোর সর্বোচ্চটুকু আমরা করব।

অ্যাথলেট তানভির ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের শুধু বলা হল বর্তমান পলিসির কারণে তোমাদের ভিসা প্রদান করা সম্ভব হচ্ছে না। তবে এই পলিসি বিষয়ে আমাদের কোনো ব্যাখ্যা করা হল না।

তিনি বলেন, ভাবছি বর্তমান পলিসি মনে হয় ট্রাম্প পলিসিই হবে। আর এ কারণেই হয়তো আমাদের যাওয়া হচ্ছে না।
০১ ফেব্রুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে