বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:৩৫:৫৪

ভারতের বিরুদ্ধে টাইগার দলে বড় চমক

ভারতের বিরুদ্ধে টাইগার দলে  বড় চমক

স্পোর্টস ডেস্ক: আগামী নয় ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে শুরু হওয়ার অপেক্ষায় থাকা এক টেস্টের দল বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুশফিকুর রহিমের নেতৃত্বে ১৫ সদস্যের দলে বড় চমক হচ্ছে প্রায় দেড় বছর পর ফিরলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।

অনুমিত ভাবেই সম্পূর্ণ ফিট না হওয়ায় বাদ পড়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার বদলী হিসেবে দলে ডাক পেয়েছেন শফিউল ইসলাম।

এছাড়া ক্রাইস্টচার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্টে থাকা রুবেল হোসেন ও নাজমুল হোসেন শান্ত বাদ পড়েন।

তবে, লিটনকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। অথচ, এই সোহানই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের বিরুদ্ধ কন্ডিশনে ৪৭ রানের এক ইনিংস খেলেছেন বাংলাদেশের সর্বশেষ টেস্টে।

বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ। নয় থেকে ১৪ তারিখ অবধি হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ‍অনুষ্ঠিত হবে টেস্ট।

এর আগে পাঁচ-ছয় ফেব্রুয়ারি জিমখানা মাঠে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।
০১ ফেব্রুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে