ফের আইপিএলের আকাশে কালো মেঘ
স্পোর্টস ডেস্ক: ফের আইপিএলের আকাশে কালো মেঘ দেখা দিয়েছে ফিক্সিং-ছায়া এবার বিতর্কের কেন্দ্রে কলকাতা নাইট রাইডার্স৷ সাবেক নাইট-যোদ্ধার বিস্ফোরক অভিযোগ৷ সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ক্রিস কেয়ার্নসের বিরুদ্ধে ফিক্সিংয়ের প্রস্তাব আনার অভিযোগ ব্র্যান্ডন ম্যাকালামের৷
কেয়ার্নসের বিরুদ্ধে চলা জালিয়াতি মামলায় লন্ডনের আদালতে সাক্ষ্য দিতে যান বর্তমান কিউই ক্যাপ্টেন৷ আর, সেখানে যা জানান, তাতে ক্রিকেটমহলের চক্ষু চড়কগাছ৷ ম্যাকালাম জানিয়েছেন, ২০০৮-এ আইপিএল চলাকালীন কলকাতার একটি হোটেলে আমায় স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন কেয়ার্নস৷ তখন আমি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলি৷ শুধু প্রস্তাবই দেওয়া নয়, ক্রিকেটে কীভাবে ফিক্সিং হয়, তাও আমায় পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছিলেন কেয়ার্নস৷ তাঁর কথায় আমি বিস্মিত, হতবাক হয়ে গিয়েছিলাম৷ প্রস্তাব ফিরিয়ে দেওয়া সত্ত্বেও আরও দু’বার ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন কেয়ার্নস৷ শেষ পর্যন্ত ২০১১-তে আয়োজকদের আমি এই ব্যাপারে জানাতে বাধ্য হই৷
যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ক্রিস কেয়ার্নস৷ স্পট ফিক্সিংকাণ্ড তোলপাড় করে দিয়েছিল ক্রিকেট-বিশ্ব৷ যে ঝড় ওলট-পালট করে দিয়ে গিয়েছিল ভারতীয় বোর্ডের অন্দরমহলকেও৷ এবার ম্যাকালামের বিস্ফোরক অভিযোগ ফের সেই আগুনে নতুন করে ঘি ঢালল বলে ক্রিকেট বিশেষজ্ঞদের অভিমত৷
১৬ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�