বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:৫৪:৫৭

গত ৭১ বছরে এভাবে উইকেট পড়েনি

গত ৭১ বছরে এভাবে উইকেট পড়েনি

এক্সক্লুসিভ ডেস্ক: স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষটিতে লজ্জাজনকভাবে হেরেছে সফরকারী ইংল্যান্ড।

এদিন জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুটা ভালো করেও আচমকাই ভেঙে পড়ল। ওপেনার জেসন রয় আউট হওয়ার পর অধিনায়ক ইওয়েন মর্গ্যান ও জো রুট তরতরিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলের ইনিংস। দলের রান পেরিয়ে যায় ১০০-র গণ্ডিও। কিন্তু ১১৯ রানে মর্গ্যান আউট হয়ে যাওয়ার পরই ছন্দপতন। ১১৯ রাবনে তৃতীয় উইকেটের পতন হয় ইংল্যান্ডের। এরপর আর মাত্র আট রান যোগ করেই ১২৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংরেজ ব্যাটিং লাইনআপ।

ক্রিকেটের ইতিহাসে এর আগে এত কম রানের মধ্যে কোনও একটি দলের আট-আটটি উইকেট পতনের ঘটনা একবারই ঘটেছে। সেই হিসেবে এটি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় খারাপ পারফরম্যান্স। মাত্র আট রানে শেষ আটটি উইকেট পড়ে যায় ইংল্যান্ডের।

এর থেকে খারাপ পারফরম্যান্সের ঘটনা ঘটেছিল ৭১ বছর আগে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ম্যাচে। নিউজিল্যান্ড মাত্র ৫ রানে হারিয়েছিল আটটি উইকেট।

১৯৪৬-এর পর গতকালের ম্যাচের আগে এত খারাপ পারফরম্যান্স আর কোনও দল করেনি।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে