বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:২৯:৪৬

ম্যাচ শুরুর আগে ভারতীয় বিতর্কিত আম্পায়ারকে অপসারণ!

ম্যাচ শুরুর আগে ভারতীয় বিতর্কিত আম্পায়ারকে অপসারণ!

স্পোর্টস ডেস্ক: ম্যাচ শুরুর কিছুটা আগে অপসারণ করা হয় তাকে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ায় আম্পায়ার শামসুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন ইয়ন মরগান ও তার দল। ফলাফলটা পরের ম্যাচেই পেলো ইংল্যান্ড দল। তৃতীয় ম্যাচে আর মাঠে নয়, টিভি আম্পায়ারের দায়িত্ব দেওয়া হলো তাকে।

ম্যাচ শুরুর ৭০ মিনিট আগে এমন সিদ্ধান্ত আসে। যদিও শামসুদ্দিন নিজেকে ‘অসুস্থ’ দাবি করে ম্যাচ থেকে সরিয়ে নিয়েছিলেন। তার বদলি হিসেবে মাঠে পাঠানো হয় নিতিন মেননকে।

ভিতরের খবর হলো, শামসুদ্দিনকে এই ম্যাচে কোন দায়িত্বেই রাখতে চাননি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। পরবর্তীতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) হস্তক্ষেপে টিভি আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয় এই হায়দরাবাদি আম্পায়ারকে।

গেল ম্যাচে সবমিলিয়ে প্রায় তিনটির মতো ভুল সিদ্ধান্ত দিয়েছেন শামসুদ্দিন। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে জো রুটকে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দিয়ে দারুণ সমালোচিত হন স্বাগতিক দেশের এই আম্পায়ার। টিভি রিপ্লেতে স্পস্ট দেখা যায়, রুটের ব্যাট ছুঁয়ে তারপর প্যাডে লেগেছে বল।

মূলত, এই সিদ্ধান্তের কারণেই ম্যাচ থেকে ছিটকে পড়ে ইংলিশ দল।  ম্যাচ শেষ হওয়ার পরপরই তার বিরুদ্ধে রেফারির কাছে অভিযোগ করে সফরকারীরা।
২ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে