বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:৪৯:০২

যে কারণে ঘরের মাঠে নিষিদ্ধ হলেন নেইমার

যে কারণে ঘরের মাঠে নিষিদ্ধ হলেন নেইমার

স্পোর্টস ডেস্ক: মেসি-সুয়ারেজের ভেলকিতে কোপা দেল রের শেষ চারের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে দিল বার্সা। তাই ফিরতি লেগে স্বস্তি নিয়েই নিজেদের মাঠে নামবে মেসিরা। তবে ঘরের মাঠে খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। অ্যাটলেটিকো মাঠে হলুদ কার্ড দেখায় নিষিদ্ধ থাকছেন নেইমার।

ঘটনাটি ঘটে ম্যাচের ৬৪ মিনিটে। বল দখলের লড়াই করতে গিয়ে লাফিয়ে উঠে হেড দেওয়ার সময় অ্যাটলেটিকোর হুয়ানফ্রানকে কনুই দিয়ে আঘাত করেন নেইমার। বিষয়টি দৃষ্টি এড়ায়নি ম্যাচ রেফারির। ফলে হলুদ কার্ড নিয়ে নেইমারকে সতর্ক করেন রেফারি।  

কোপা দেল’রেতে এটা নেইমারের পঞ্চম হলুদ কার্ড। এর ফলে ক্যাম্প ন্যুতে কোপা দেল’রের ফিরতি লেগে নিষিদ্ধ থাকছেন নেইমার। বার্সা-অ্যাটলেটিকোর মধ্যকার ওই ম্যাচে মেসি, নেইমার ও গ্রিজমানসহ দুই দলের আট খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান রেফারি।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে