বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:০১:৪২

ভারত যাওয়ার পূর্ব মুহূর্তে মাশরাফিকে কেন্দ্র করে আনন্দ প্রকাশ করছে দলের সবাই

ভারত যাওয়ার পূর্ব মুহূর্তে মাশরাফিকে কেন্দ্র করে আনন্দ প্রকাশ করছে দলের সবাই

স্পোর্টস ডেস্ক: তখন দেশের মাটিতে অনুশীলনে ব্যস্ত সৌম্য-সাকিবরা। ঠিক তখনই চোখে সানগ্লাস, হাতে মোবাইল আর সাদামাটা টি-শার্ট পরে মিরপুরের হোম অব ক্রিকেটের সবুজ ঘাসে পা পড়ল তাঁর। ডান হাতের ব্যান্ডেজের রঙটা পাল্টে গেলেও পাল্টে যাননি চিরচেনা মানুষটি। বলছিলাম টাইগার দলনেতা মাশরাফি বিন মুর্তজার কথা।

অনেক দিন আগেই টেস্ট খেলা ছেড়েছেন মাশরাফি। সেজন্য টেস্ট নিয়ে তাঁর ভাবনাও খুব একটা নেই। তাই বলে অবসর সময়টা বাসায় বসে কাটিয়ে দেয়ার লোক নন তিনি। সোজা চলে এলেন সতীর্থদের কাছে। হাসি আর আড্ডায় কাটালেন খানিকটা সময়। ভারত যাওয়ার পূর্ব মুহূর্তে মাশরাফিকে কেন্দ্র করে আনন্দ প্রকাশ করছে দলের সবাই

সবশেষ নিউজিল্যান্ড সিরিজের শেষ টি-টোয়েন্টিতে চোট নিয়ে মাঠের বাইরে চলে যান মাশরাফি। সেদিন নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে মাশরাফির হাতের তালুতে বল লাগে সজোরে। ওই ওভারের শেষ চারটি বল করতে পারেননি মাশরাফি। তাঁর অসমাপ্ত ওভার শেষ করেন মোসাদ্দেক হোসেন। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কথা বলার সময় হাতে ব্যান্ডেজ বেঁধে আসেন মাশরাফি।

পরে ডান হাতের কব্জির স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। স্ক্যানে মাশরাফির কব্জিতে চিড় ধরা পড়েছে। তাতেই ছিটকে গেলেন তিনি। তবে মার্চে শ্রীলঙ্কা সফরের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন মাশরাফি। আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছরে ছোট-বড় মিলিয়ে মোট ৮ বার ইনজুরির কবলে পড়ছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এই মহানায়ক।

বাংলাদেশের হয়ে ৩৬টি টেস্ট ম্যাচ খেলেছেন মাশরাফি। নিয়েছেন ৭৮টি উইকেট। গড় ৪১.৫২, ইকনোমি রেট ৩.২৪ করে। রান করেছেন ৭৯৭।

ওয়ানডে খেলেছেন ১৬৯ ম্যাচ। উইকেট শিকার করেছেন ২১৯টি। সেরা বোলিং ফিগার ২৬ রানে ৬ উইকেট। রান করেছেন ১৫৪০। আর টি-টুয়েন্টিতে ৫২ ম্যাচ থেকে নিয়েছেন ৩৯টি। রান ৩৬৮।
২ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে