রিয়ালের কিংবদন্তী ফুটবলার রাউল গঞ্জালেসের অবসরের ঘোষণা
স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের কিংবদন্তী ফুটবলার রাউল গঞ্জালেস নিউ ইয়র্ক কসমসের হয়ে চলতি মৌসুম শেষেই তার ২১ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানবেন বলে ঘোষণা দিয়েছেন। আগামী নভেম্বরে দক্ষিণ আমেরিকান সকার লিগের ২০১৫ মৌসুমের পর্দা নামবে। মৌসুম শেষে বুটজোড়া তুলে রাখবেন এই স্প্যানিশ স্ট্রাইকার।
বৃহস্পতিবার বিদায় ঘোষণার সময় রাউল বলেন, ‘গত ডিসেম্বরে আমি যখন নিউ ইয়র্ক কসমসের হয়ে চুক্তি সাক্ষর করি, তখনই আমি বলেছিলাম মৌসুম শেষে আমি কেমন অনুভব করি তা মূল্যায়ন করবো এবং খেলা চালিয়ে যেতে পারি কী-না সেটিরও মূল্যায়ন করবো। আমার সিদ্ধান্ত হলো চলতি মৌসুম শেষে খেলা থেকে অবসর গ্রহণ করবো। আমি মৌসুমটি দারুণভাবে শেষ করার প্রতি মনোযোগ দিচ্ছি এবং নিউ ইয়র্ক কসমসকে নর্থ আমেরিকান সকার লিগ (এনএএসএল) চ্যাম্পিয়নশিপ জেতাতে সাহায্য করতে চাই। আগামী মাসগুলোতে আমি আমার ক্যারিয়ারের পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবো।’
গত পাঁচ বছরে কাতারের আল সাদ এবং জার্মান ক্লাব শালকে ০৪ এর জার্সিতেও তাঁকে খেলতে দেখা গেছে। কিন্তু তাঁকে সবাই মনে রাখবে রিয়াল মাদ্রিদের রাউল হিসেবেই। পুরো ১৬টি বছর খেলেছেন 'লস ব্লাঙ্কোসের' হয়ে। এই দীর্ঘ সময়ে রিয়ালের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। রাউল এবং রিয়াল যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছিল। ভক্তদের কাছে তো রাউলের নামই হয়ে গিয়েছিল 'রাউল মাদ্রিদ'। রিয়ালের ইতিহাসে অনেক রথী মহারথীই খেলেছেন কিন্তু তাঁরা কেউই রিয়াল ভক্তদের কাছে এতটা জনপ্রিয় হতে পারেননি। রিয়ালের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এই স্প্যানিশেরই ছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে মাত্র কিছুদিন আগেই সে রেকর্ডটি হাতছাড়া হয়েছে তাঁর। গোলের রেকর্ডটি হাতছাড়া হলেও রিয়ালের জার্সিতে সবচেয়ে বেশিবার মাঠে নামার রেকর্ডটি এখনো রাউলেরই।
নিজের সময়ের বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন রাউল। ক্যারিয়ারে এখনো পর্যন্ত ৪৩০ গোল তাঁর। চ্যাম্পিয়নস লিগে ৭১টি গোল করে অনেক দিন সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও ছিল তাঁর। সেই রেকর্ড মেসি এবং রোনালদো টপকে গেলেও একটি ব্যাপারে রাউলকে ছাড়াতে পারেননি দুজনের কেউই। চ্যাম্পিয়নস লিগের ৭১টি গোলের একটিতেও যে পেনাল্টির সহযোগিতা নেননি তিনি।
১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�