বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধুয়ে দিলেন মুন্জুর কাদের
স্পোর্টস ডেস্ক: চলতি ফুটবল মৌসুমে সুপার কাপ ও স্বাধীনতা কাপ ফুটবল মাঠে গড়াবে না-গতকাল বৃহস্পতিবার এমন সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এমন সিদ্ধান্ত নেয়ার পেছনে বাফুফের যুক্তি ছিল, ঠাসা আন্তর্জাতিক সূচি। কিন্তু এমন কারণ কিছুতেই মানতে নারাজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মন্জুর কাদের। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এক প্রকার ধুয়েই দিয়েছেন তিনি।
শুধু তাই নয়, তিনি এসময় বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীনকে স্বাধীনতা ও সুপার কাপ আয়োজনে ‘বাধ্য করবেন’ বলেও হুমকি দেন। তিনি বলেন, ‘কিছু লোক শেখ কামালের নামে ফায়দা লুটতে চায়। এজন্য শেখ কামাল টুর্নামেন্ট হয়েছে। আর ফুটবল ফেডারেশন এতে সাড়া দিয়ে ফুটবলের ক্ষতি করছে।’
তিনি আরও বলেন, ‘বাফুফেতে কিছু লোক আছে যারা সারা বছর ফিফা ও এএফসিতে দৌড়াদৌড়ি করে। কাজের কাজ কিছুই হয়না। বাফুফেতে কোন সিস্টেমই নাই, যা আছে বিসিবিতে।’ দলবদল প্রসঙ্গে তিনি বলেন, ‘কিসের দলবদল। আগে এই দুটি টুর্নামেন্ট হবে, তারপর ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে’।
স্বাধীনতা ও সুপার কাপের প্রয়োজনীয়তা প্রসঙ্গে শেখ জামাল সভাপতি আরও বলেন, ‘শুধুমাত্র প্রিমিয়ার লিগ খেলার জন্য দল গড়া হয় না। ক্যালেন্ডার অনুযায়ী এই টুর্নামেন্ট হওয়া প্রয়োজন। তাই বাফুফেকে বাধ্য করা হবে।’
আগামী ২০ অক্টোবর থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট। যেখানে দেশী ক্লাব হিসাবে অংশ নেবে ঢাকা আবাহনী, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আয়োজক চট্টগ্রাম আবাহনী। এদের সঙ্গে থাকবে বিদেশী মোট পাঁচটি ক্লাব। কিন্তু শেখ কামালের নামে টুর্নামেন্ট হলেও খেলছে না শেখ জামাল ও শেখ রাসেল ক্রীড়া চক্র। মন্জুর কাদেরের এমন অগ্নিশর্মার পেছনে এটাই মূল কারণে হিসাবে মনে করছেন অনেকে।
শেখ জামালকে আমন্ত্রণ জানানো হয়েছিল খেলার জন্য। তবে অংশগ্রহণ ফি পাঁচ লাখের পরিবর্তে ১০ লাখ চেয়েছিল তারা। কিন্তু আয়োজক কমিটি তাতে সাড়া না দেয়ায় শেখ জামাল নাম প্রত্যাহার করে নেয়।
১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�