বিপিএলে গেইল-পোলার্ডদের কোচ হচ্ছেন যিনি
স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসর। সবঠিক থাকলে আগামী ২০ নভেম্বর উদ্বোধন হবে এবারের বিপিএল। আর বল মাঠে গড়াবে ২২ নভেম্বর। তাই তো প্রতিটি দলই এখন ব্যস্ত খেলোয়াড় ও কোচদের খোঁজে। তারই অংশ হিসেবে হেড কোচ ঠিক করে ফেলেছে 'বরিশাল বুলস'।
শ্রীলঙ্কার সাবেক কোচ গ্রাহাম ফোর্ডকে এবার বিপিএলে বরিশাল বুলসের হেড কোচ হিসেবে দেখা যাবে। দুই পক্ষের মধ্যে আলাপ-আলোচনা চূড়ান্ত হয়ে গেছে।
গ্রাহাম ফোর্ড কোচিং ক্যারিয়ার শুরু করেন নাটাল ক্রিকেট টিমকে নিয়ে। এরপর বব উলমার যুগে ১৯৯৯ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সহকারী কোচ ছিলেন তিনি। এরপর ভারত থেকে কোচ হওয়ার প্রস্তাব পেলেও তা ফিরিএ দেন গ্রাহাম। এরপর ২০১২ সালে শ্রীলঙ্কার হেডকোচ হন তিনি। এছাড়াও ইংল্যাডের কাউন্টি ক্রিকেটের অন্যতম সেরা ক্লাব 'সারে'র ছিলেন তিনি।
বরিশাল বুলসের হয়ে এবার মাঠে নামবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা খেলোয়াড় ক্রিস গেইল। এছাড়াও থাকছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। পাশাপাশি কথা চলছে ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরেন পোলার্ডের সাথেও।
সূত্রঃ যমুনা টিভি
১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�