শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:২৯:০৪

যুবরাজের নতুন পালক, এই রেকর্ড কোহলি-ধোনিরও নেই

যুবরাজের নতুন পালক, এই রেকর্ড কোহলি-ধোনিরও নেই

স্পোর্টস ডেস্ক: সে বার ইংল্যান্ডের বিরুদ্ধে ছ’টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবি। বুধবার চিন্নাস্বামীতে একটা সময়ে সেই আগেকার যুবরাজই ধরা দিচ্ছিলেন। ভারতীয় দলে জায়গা পাচ্ছিলেন না যুবরাজ সিংহ।

গোটা দেশ মহেন্দ্র সিংহ ধোনিকে আসামীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছিল। যুবির বাবা যোগরাজ সিংহ সুযোগ পেলেই ধোনির শাপশাপান্ত করতেন। ধোনি নেতৃত্ব ছেড়ে দিতেই দলে জায়গা হয় যুবির।

আর তার পরেই অন্য মেজাজে ধরা দিয়েছেন পঞ্জাবী ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে কটকে অনুষ্ঠিত ওয়ানডে-তে দেড়শো রান করেছিলেন যুবরাজ। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত তৃতীয় ও নির্ণায়ক টি টোয়েন্টিতে একসময়ে এমন চালাতে শুরু করে দেন যুবরাজ যে সবার মনে পড়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের কথা।

সে বার ইংল্যান্ডের বিরুদ্ধে ছ’টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবি। বুধবার চিন্নাস্বামীতে একটা সময়ে সেই আগেকার যুবরাজই ধরা দিচ্ছিলেন। ১০ বলে ঝোড়ো ২৭ রান করে যান যুবরাজ। ক্রিস জর্ডনের ওভারেই তিনটি ছক্কা হাঁকান যুবি। আর তার ফলে তাঁর মারা ছয়ের সংখ্যা দাঁড়াল ৭৪টি। ৫৮টি ম্যাচ থেকে তিনি নতুন এই কীর্তি গড়েন। টি টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে সবার্ধিক ছক্কা মারার মালিক এই বাঁ হাতি অলরাউন্ডার।

৭৪টি ছক্কা মেরেও যুবরাজ রয়েছেন ছ’ নম্বরে। তাঁর আগে রয়েছেন ক্রিস গেইল (৯৮), ব্রেন্ডন ম্যাকালাম (৯১), শেন ওয়াটসন (৮৩), মার্টিন গাপ্তিল (৭৬) এবং ডেভিড ওয়ার্নার (৭৪)।  

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুটা খুব একটা দ্রুত গতিতে করেননি যুবরাজ। ১৮ তম ওভারেই গিয়ার পরিবর্তন করেন তিনি। ক্রিস জর্ডনকে তিনটি ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকান এই বাঁ হাতি অলরাউন্ডার। বেশিক্ষণ অবশ্য স্থায়ী হয়নি যুবরাজ ঝড়।-এবেলা
৩ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে