শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:০৯:১৪

নেপিয়ারে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পরিত্যক্ত ম্যাচ নিয়ে হবে তদন্ত

নেপিয়ারে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পরিত্যক্ত ম্যাচ নিয়ে হবে তদন্ত

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে বৃহস্পতিবার পরিত্যক্ত হয়েছে চ্যাপেল-হ্যাডলি সিরিজের দ্বিতীয় ওয়ানডে। পুরো দিন সেখানে বৃষ্টি না হওয়া সত্ত্বেও নেপিয়ারের ম্যাকলিন পার্কে মাঠে একটি বলও গড়ানো যায়নি! যদিও খেলা শুরুর নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা পর সেখানে ছিল না কোনও বৃষ্টি! তারপরও কেনও খেলা শুরু করা যায়নি, সেই বিষয়টি খুঁজতে তদন্তে নামবে নেপিয়ার সিটি কাউন্সিল।

খেলার দিন কয়েক দফা পর্যবেক্ষণ করেন অন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও ক্রিস ব্রাউন। এমনকি গ্রাউন্ড স্টাফরাও আউট ফিল্ড শুকাতে কাজ করেছিলেন। তাতেও কাজের কাজ কিছু হয়নি।

এ নিয়ে টানা দ্বিতীয় ওয়ানডে এই মাঠে পরিত্যক্ত হয়েছে। এই অবস্থায় হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। অবশ্য গত বছরও পাকিস্তানের বিপক্ষে একইভাবে একটি ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। তাই কেনও এমন হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ অপারেটিং অফিসার অ্যান্থনি ক্রামি, ‘আজকে এখানে বৃষ্টি হয়েছে এটা ঠিক। তবে সেটা এমন মাত্রায় ছিল না যে খেলা পরিত্যক্ত করা লাগে। এখানে কাছাকাছি থাকা নেলসন পার্ক ও বাকি মাঠগুলো শুষ্কই থাকে। এখানে নিশ্চয়ই কোথাও গলদ রয়েছে। যেটা আমাদের বের করতে হবে।’
৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে