শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:২৬:৫৯

মিসবাহকে পাক সমর্থকদের ধোলাই, পাকিস্তানের উত্তেজনা

মিসবাহকে পাক সমর্থকদের ধোলাই, পাকিস্তানের উত্তেজনা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট মহলে চরম উত্তেজনা। ৪২ বছর বয়সী মিসবাহ-উল-হক পাকিস্তানের টেস্ট দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন এখনো। তবে এরই মধ্যে অস্ট্রেলিয়ায় গিয়ে ধবল ধোলাই খেয়েছেন মিসবাহরা।

টেস্ট ও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। ওয়ানডে সিরিজেও ৪-১ ব্যবধানে হেরেছে তারা। মিসবাহর নেতৃত্বে ইংল্যান্ড সফরে দুর্দান্ত করেছে পাকিস্তান।

টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষেও উঠেছিল। কিন্তু নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া সফরে ধরাশায়ী হওয়ার পর সেই মিসবাহকে সরাতেই উঠেপড়ে লেগেছে পাক সমর্থক আর মিডিয়া! নেট ভূবনে মিসবাহকে পাক সমর্থকদের ধোলাই, পাকিস্তানের উত্তেজনা।

সমর্থকদের এমন আচরণে স্বভাবতই ভীষণ ক্ষুব্ধ হয়েছেন বর্ষীয়ান এই ক্রিকেটার। ক্ষোভ গোপন করেও রাখেননি। একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন। দুদিন আগেও যারা পাকিস্তানি ক্রিকেটারদের প্রশংসায় মশগুল ছিল, দুটো সিরিজ হারতেই সেই অবস্থান পাল্টে গেল!

বলা হচ্ছে, পাকিস্তান নাকি ধারাবাহিক নয়। মিসবাহ নাকি দলের বোঝা। এসব কথা সহ্য করতে না পেরে মিসবাহ উল্টো বলেই ফেললেন, তাদের সমর্থকরাই ধারাবাহিক নয়!

এক সাক্ষাতকারে মিসবাহ বলেন, "যখন আমি অবসর নেওয়ার কথা ভাবছিলাম, তখন সবাই আমাকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুটি সফর পর্যন্ত থাকার জন্য অনুরোধ করল। ওই দুই সফরে হারতেই এখন তারা বলছে, নিজেকে নিয়ে আমার লজ্জা পাওয়া উচিত আর ক্রিকেট থেকে চলে যাওয়া উচিত। "

সমর্থকদের সমালোচনা করে মিসবাহ বলেন, "সবাই নিজেদের সেরাটাই চেষ্টা করে। কিন্তু কয়েকটা ম্যাচ হারতেই মানুষ আগের অর্জনগুলো ভুলে যায়। সমর্থকদেরও তাদের ভাবনা-চিন্তায় ধারাবাহিক হতে হবে, তা না হলে তারা খেলোয়াড়দের কাছ থেকে কীভাবে ধারাবাহিকতা আশা করে?"

মিসবাহর এই ক্ষোভ যেন ছড়িয়ে আছে উপমহাদেশের প্রায় সব ক্রিকেটারের মাঝে। বাংলাদেশ বলুন আর ভারত বলুন, একটা সিরিজ খারাপ খেললেই 'একে বাদ দিন', 'ওকে বাদ দিন' আওয়াজ ওঠে। ভারত-পাকিস্তানে তো ক্রিকেটারদের বাড়িঘরে হামলা হয়। বাংলাদেশ এদিক দিয়ে এখনও অনেক ভালো অবস্থায় আছে।
৩ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে