শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ১০:২৩:৩৫

লিভারপুল থেকে বরখাস্ত হওয়ার ১১দিন পরেই নতুন চাকরি

লিভারপুল থেকে বরখাস্ত হওয়ার ১১দিন পরেই নতুন চাকরি

স্পোর্টস ডেস্ক: লিভারপুলের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার মাত্র ১১ দিন পরই নতুন চাকুরি পেয়ে গেছেন ব্রেন্ডন রজার্স। তবে এবার কোচ নয় কাতার ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলে ফুটবলের ধারাভাষ্যকার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ০৪ অক্টোবর রজার্সকে বরখাস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। এভারটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করার ঘণ্টাখানেক পরই এক বিবৃতিতে তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে অলরেডরা। রজার্সের উত্তরসূরি হিসেবে ইতোমধ্যেই অ্যানফিল্ডে যোগ দিয়ে দিয়েছেন জার্গেন ক্লপ। ২০১৫-১৬ মৌসুমে রজার্সের অধীনে আট ম্যাচ খেলে তিনটিতে জয় পায় লিভারপুল। আর সমান তিনটিতে ড্র ও দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পায় অলরেডরা। ২০১২ সালে লিভারপুলের কোচের দায়িত্ব নেন রজার্স। কিন্তু দুর্ভাগ্য তার, তিন বছরেরও বেশি সময়ের মধ্যে একটি শিরোপাও উপহার দিতে পারেননি লিভারপুলকে। সূত্র : ডেইলি মেইল ১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে