শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:১১:২৩

এ মাসে স্পিনার হান্ট

এ মাসে স্পিনার হান্ট

স্পোর্টস ডেস্ক: সাইমন হেলমটের পরামর্শেই হাইপারফর্মেন্স ইউনিটের কার্যক্রমের প্রস্তুতি চলছে। স্পিনারস প্রোগ্রাম শুরু হচ্ছে শিগগিরই এ মাসেই স্পিনার হান্ট করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এইচপি এবং 'এ' দলের সিরিজ আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। এরই মধ্যে বেশকিছু সিরিজ ছঁকে বাধা হয়েছে জানিয়েছেন এইচপি চেয়ারম্যান মাহবুব আনাম।

হাইপারফর্মেন্স ইউনিটের দায়িত্ব নিয়ে দেশে ফিরেছিলেন সাইমন হেলমট। পরবর্তীতে ফেরেননি তিনি। হেলমটকে ছাড়াই এইচপির কার্যক্রম চালিয়েছে বিসিবি। টেকনিক-টেম্পারমেন্টের উন্নতিতে দেশি কোচের সঙ্গে স্বল্প মেয়াদে কাজ করেছেন স্পেশালিষ্ট বিদেশি কোচ।

এইচপির গত কার্যক্রমে পাওয়া যায়নি হেলমটকে। প্রশ্ন ওঠে নিরাপত্তা ইস্যুতেই কি আসেননি তিনি। ক্রিকেট বোর্ড অবশ্য এই অস্ট্রেলিয়ানের ওপরেই আস্থা রেখেছে। দূরে থেকেই নাকি পরিকল্পনা সাজিয়ে দিচ্ছেন হেলমট।

গতবারের দলে থাকা মেহেদী মিরাজ, নাজমুল শান্তর পাশাপাশি শুভাশিষ রায় ও তানভীর হায়দার ঢুকে গেছেন টাইগার স্কোয়াডে। জাতীয় দল গঠনে এইচপি প্রোগ্রাম কার্যকরী হচ্ছে। এইচপি ও 'এ'দল নিয়ে বিসিবিও বেশ মনোযোগি।

এইচপির গত ক্যাম্পে আকিব যাভেদ ভেঙ্কাটপাতি রাজুকে এনে পেইস ও স্পিনারদের নিয়ে আলাদা সেশন করিয়েছে বিসিবি। এবার ব্যাটিংয়ে স্পেশাল কাউকে আনতে চায় ক্রিকেট বোর্ড।
০৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে