শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ১০:৩১:০৫

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট -স্টেডিয়াম চূড়ান্ত

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট -স্টেডিয়াম চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক: আগামী মাসের ২০ তারিখে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এর তৃতীয় আসরের। বরাবরের মতো এবারও বিপিএলের জমকালো উদ্বোধন হতে যাচ্ছে। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট ৩ কোটি টাকা। ছবি সংগৃহীত উদ্বোধনী ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে। ওই দিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে উদ্বোধনী অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। বরাবরের মত এবারও উদ্বোধনী অনুষ্ঠানেও প্রাধান্য থাকছে ভারতীয় তারকাদের উপস্থিতি। উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউড হাঙ্ক ঋত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ, কেকে’র মতো তারকারা। পাশাপাশি থাকবেন বাংলাদেশের আইয়ুব বাচ্চু, রুনা লায়লা, মমতাজের মতো গুণী শিল্পী ও তারকারাও। দর্শকদের জন্য রয়েছে সরাসরি অনুষ্ঠান দেখার সুব্যবস্থা। এজন্য টিকিটের মূল্য পড়বে ৩০০ থেকে ১০,০০০ টাকা। তবে পরিস্থিতি ভেবে টিকেটের মূল্য আরো বাড়ানো হতে পারে। লেজার শো ও আতশবাজির মাধ্যমে থাকবে নির্মল বিনোদন ব্যবস্থা। সব মিলে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ১৬ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে