শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:৪৩:০৯

১১ ও ১২তম দল হিসেবে টেস্ট মর্যাদা পাচ্ছে দু’টি দেশ

১১ ও ১২তম দল হিসেবে টেস্ট মর্যাদা পাচ্ছে দু’টি দেশ

স্পোর্টস ডেস্ক: উভয় দলই ১২ দল নিয়ে তৈরি আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের দলভুক্ত। আয়ারল্যান্ড, আফগানিস্তানের সামনে এবার টেস্ট র‌্যাংকিংয়ে ঢোকার হাতছানি। ১১ ও ১২তম দল হিসেবে টেস্ট মর্যাদা পেতে আইসিসির চলমান মিটিংয়ের দিকে তাকিয়ে আছে দেশ দুটি।

টেস্ট কাঠামোর পরিবর্তন, ক্রিকেট বোর্ডগুলোর আয়ের ভাগসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হবে আগামীকাল ও পরশু অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির বোর্ড সভায়। গতকালই অবশ্য বোর্ডের প্রধান নির্বাহীদের দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়ে গেছে।

নানা ইস্যুতে আলোচনা চললেও আয়ারল্যান্ড আর আফগানিস্তানের মনোযোগ শুধু টেস্ট কাঠামোর দিকে। আইসিসির মিটিং শুরুর আগে সংশ্লিষ্ট বোর্ডগুলোর কাছে আলোচনার যে খসড়া পাঠানো হয়েছে, তাতে টেস্ট ক্রিকেট নিয়ে নতুন কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে।

ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে পাঁচ দিনের টেস্ট চার দিনে করা যায় কি-না এমন একটি প্রস্তাবের সঙ্গে দ্বিস্তর চালুর কথাও নাকি আছে। সে ক্ষেত্রে ছয়টি করে দল নিয়ে টেস্ট ক্রিকেটের দুটি স্তর করা হবে। আর তা করতে গেলেই বর্তমানে টেস্ট মর্যাদা থাকা ১০ দেশের সঙ্গে যুক্ত হবে আরও দুটি।

সহযোগী দেশগুলোর মধ্যে দুটি দলের জায়গা নেওয়ার নিজেদেরই সবচেয়ে বড় দাবিদার হিসেবে মনে করছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। ইতিমধ্যে গত বছরের অক্টোবরে আয়ারল্যান্ডের ইন্টার-প্রভিন্সিয়াল প্রতিযোগিতাকে প্রথম শ্রেণির ক্রিকেটের মর্যাদা দিয়েছে আইসিসি।

আফগানিস্তানও তাদের ঘরোয়া ক্রিকেটকে একই মর্যাদা দানের জন্য আবেদন করেছে, যা প্রধান নির্বাহীদের বৈঠকে গতকালই আলোচনা হওয়ার কথা। আফগানিস্তানের প্রধান জাতীয় প্রতিযোগিতায় পাঁচটি দল খেলে থাকে।

একই পর্যায়ে আয়ারল্যান্ডের খেলে থাকে তিনটি দল। প্রথম শ্রেণির মর্যাদার পথ ধরে সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে অন্তর্ভুক্ত হতে উন্মুখ আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশাল বলেন, আইসিসির সঙ্গে ইতিমধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তারা আমাদের ক্রিকেট উন্নয়ন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।
০৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে