বাংলাদেশে এশিয়া কাপ আয়োজন বিষয়ে দুঃসংবাদ শোনালেন পাপন
স্পোর্টস ডেস্ক: কথিত নিরাপত্তাহীনার অযুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের বাংলাদেশ সফর বাতিল করলেও পরে তারা ঠিকই ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছে। সেই সাথে দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও। কারণ প্রোটিয়ারাও বাংলাদেশে তাদের মহিলা দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল। সেই সাথে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দলে। তবে শঙ্কায় থেকে যাচ্ছে ২০১৬ এশিয়া কাপ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) বৈঠকে এশিয়ার সবচেয়ে বড় এই টুর্নামেন্টটি বাংলাদেশে হওয়া নিয়ে এখনো দোটানা চলছে।
শুক্রবার আইসিসির বৈঠক প্রসঙ্গে সংবাদ সম্মেলনেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শোনাতে পারেননি আশার কথা। সভাতেই বলা হয়েছে, বাংলাদেশে না হলে ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। পাপন বলেন, ‘বাংলাদেশের বিকল্প ভাবা হচ্ছে ভারতকে। অনেক দেশই চাচ্ছেন এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হোক। তবে ভারত আয়োজন না করলে বাংলাদেশই টুর্নামেন্টের আয়োজক হবে, এ ব্যাপারে কোন সন্দেহ নেই।’
আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়েও যে শঙ্কাটা ছিলো, সেটার নিষ্পত্তি ঘটেছে বৈঠকে। সভাতেই সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশেই হচ্ছে বিশ্বকাপ। প্রসঙ্গত, বাংলাদেশ এ নিয়ে পরপর তিনবার এশিয়া কাপের আয়োজক হতে চলেছে।
১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�