শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:৩৭:৫৯

যে কারণে আইপিএলের নিলাম পিছিয়ে গেল

যে কারণে আইপিএলের নিলাম পিছিয়ে গেল

স্পোর্টস ডেস্ক:আইপিএলের নিলাম পিছিয়ে গেল। আগে ঠিক ছিল ৪ ফেব্রুয়ারি হবে নিলাম। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রে জানা গেছে, ক্রিকেটারদের নিলাম হবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে। ধারণা করা হচ্ছে ২০–২৫ ফেব্রুয়ারির মধ্যেই নিলাম হবে। তবে আইপিএল শুরু হচ্ছে যথারীতি ৫ এপ্রিল। ফাইনাল ২১ মে।

ভারতীয় সুপ্রিম কোর্ট ও ক্রিকেট বাের্ডের মধ্যে চলা ঝামেলার কারণেই নিলাম পিছিয়ে গেল। নতুন যারা বোর্ডের দায়িত্বে এসেছেন, তাদের আরও কিছুটা সময় দরকার। সোমবারই চার সদস্যের নতুন কমিটি বোর্ডের দায়িত্ব নিয়েছেন। তারাও এই মুহূর্তে আইপিএলকেই প্রাধান্য দিচ্ছেন।

নতুন কমিটির সদস্যরা বৃহস্পতিবার দেখা করেছেন বোর্ডের বাকি কর্মকর্তাদের সঙ্গে। জরুরি বিষয়ে আলোচনা হয়েছে। যেখানে প্রাধান্য পেয়েছে আইপিএল।

নিলাম পেছানোতে অবশ্য ফ্রাঞ্চাইজিগুলোর জন্য একটু ভাল হল। তারা হাতে কিছুটা সময় পেয়ে গেল। ফ্রাঞ্চাইজিগুলো মনে করছেন, ঘরোয়া ক্রিকেটের খেলা শেষ হলেই নিলাম অনুষ্ঠিত হবে।
০৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে