ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাতিলে হুমকি
স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ভারত ও আফ্রিকার মধ্যে দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এরই মধ্যে। ফলাফল সমানে সমান। তৃতীয় ম্যাচটি গুরুত্বপূর্ণ দুই দলের জন্য।
ভারতের রাজকোটে অনুষ্ঠিত হওয়ার কথা এই ম্যাচ। কিন্তু ম্যাচটি বানচালের জন্য হুমকি দেয়া হয়েছে। পুলিশ পুরো স্টেডিয়ামের চারদিকে অবস্থান নিয়েছে। ভারতের অভ্যান্তরিন বিষয় এটি।
গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের সংরক্ষণ আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল ম্যাচ পন্ডের জন্য হুমকি দেন। এই সম্প্রদায়ের অভিযোগ, তাদের কাছে টিকিট বিক্রি করা হয়নি।
হার্দি অভিযোগ করে বলেন, আমাদের এলাকায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। পর্যাপ্ত টিকিট থাকার পরেও টিকিট বিক্রি করা হয়নি এই সম্প্রদায়ের কারো কাছে। প্যাটেলসম্প্রদায়কে ম্যাচ দেখা থেকে বঞ্চিত রাখা হবে উল্লেখ করেন তিনি।
রাজকোট এলাকায় যে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুতি নিচ্ছে। ৯০ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে এই এলাকায়।
১৭ আন্দোলন ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�