বর্ণবাদী হওয়ায় নিষিদ্ধ, আর ক্রিকেট খেলতে পারবেন না সেই তারকা!
স্পোর্টস ডেস্ক : শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ নিয়ে ক্রিকেট বিশ্বে সৃষ্টি হয় ঝড়। এই ঝড়ে কপাল পুড়েছে এক ক্রিকেটারের। তাকে সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়, বর্ণবাদ একটি জগণ্য ঘটনা। ক্রিকেটে এটা কিছুতেই গ্রহণযোগ্য নয়। আরো বলা হয়, তার ভালো ভাবেই জেনে থাকার কথা যে, দেশে বা দেশের বাইরে বর্ণবাদী হওয়ার কোনো সুযোগ নেই।
জিম্বাবুয়ের ক্রিকেটার মার্ক ভারমিউলেন বর্ণবাদী হিসাবে চিহ্নিত হয়েছেন। নিজের ফেসবুকে জিম্বাবুয়েকেও বর্ণবাদী হিসাবেও উল্লেখ করেন তিনি। জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড এই বিষয়টি পর্যবেক্ষণ করে তাকে নিষিদ্ধ করেছে।
২০০২ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় মার্কের। ক্রিকেটে নানা উদারহরণও রয়েছে মার্কের। ২০১৪ সালে ইরফান পাঠানের বলে আহত হয়েছিলেন তিনি। খেলার মাঠে ফের আহত হওয়ার কারণে সার্জারি করতে হয়েছিল তার।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের কথা জানতে পেরে মার্ক তার ফেসবুক থেকে বিভিন্ন স্ট্যাটাস ডিলিট করে নিজেকে নির্দোষ দাবি করেন।
১৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�