শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ০৬:৪৩:৫৫

‘আর্জেন্টিনাকে ম্যারাডোনার চেয়ে বেশি দিয়েছে মেসি’

 ‘আর্জেন্টিনাকে ম্যারাডোনার চেয়ে বেশি দিয়েছে মেসি’

স্পোর্টস ডেস্ক: মেসি ভক্তদের মাঝে একটি অভিযোগ প্রায়ই শোনা যায়। মেসি ক্লাবের হয়ে যতটুকু নিজেকে বিলিয়ে দেন, দেশের হয়ে ততটা নন। গেল বিশ্বকাপে তার নেতৃত্বে দেশকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেলেও সামন্য কিছু ভুলের কারণে তা হাতছাড়া হয়ে যায় তেভেজ-ডি মারিয়াদের। অনেকে মনে করেন যতক্ষণ না মেসি আর্জেন্টিনাকে একটি বিশ্বকাপ জেতাতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তাকে পেলে-ম্যারাডোনার মতো গ্রেট ফুটবলার বলা চলে না; তাকে কিংবদন্তিদের কাতারেও আনা চলে না। তবে এ ব্যপারে ভিন্ন কথা বলছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও বিশ্বকাপ জয়ী কোচ সিজার লুই মেনোত্তি। কোচ সিজার লুই মেনোত্তির মতে, ‘জাতীয় দলের হয়ে ম্যারাডোনার চেয়ে নিজেকে বেশি বিলিয়ে দিয়েছেন মেসি। শুধু আর্জেন্টিনার খেলোয়াড়রা তাকে যোগ্য সহায়তা দিতে পারছে না বলেই বিশ্বকাপটা জেতা হয়ে উঠছে না তার ।’ ১৯৭৮ সালের প্রথম বিশ্বকাপ জয়ের পর ১৯৮৬ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর সেই শিরোপা জিতা সম্ভব হয়েছিল ম্যারাডোনার গুণেই। তবে এই ফুটবল বোদ্ধা বলছেন, ‘জাতীয় দলেকে ম্যারাডোনার চেয়ে বেশিই গুণান্বিত করেছেন মেসি। দিয়াগোর (ম্যারডোনা) উন্নতিটা ছিল মূলত নেতৃত্বগুণে; আর মেসির উন্নতি তার চেয়ে বেশি পরিমাণ নির্ভুল, যে ক্লাবে (বার্সেলোনা) সে বেড়ে উঠেছে তার কারণে। তবে মাঠের শেষ ২০ মিটারে কিন্তু দুজনই এক। মেসিই একমাত্র দিয়াগোর মতো গোল করতে পারে।’ ১৭ অক্টোবর ২০১৫, এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে