বিপিএলে সব দলের একটাই কথা, সাকিবকে দলে চাই
স্পোর্টস ডেস্ক: অনেক চড়াই-উৎরাই আর জল ঘোলার পর অবশেষে পর্দা উঠতে যাচ্ছে তৃতীয় বিপিএলের। বিপিএল আয়োজক কমিটি আগে থেকেই ঘোষণা দিয়েছেন এবারের আসরের প্লেয়ার নেয়া হবে ‘বাই চয়েস’ পদ্ধতি অনুসারে। তবে লটারির মাধ্যমে অনুষ্ঠেয় এই নিলামে তোলা হবে না দেশীয় ছয় আইকন ক্রিকেটারকে। কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসানকে নিলামেও ওঠাতে পারে বিপিএলের আয়োজকরা! কারণ তাকে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে কাড়াকাড়ি।
কুমিল্লা বাদে বাকি পাঁচ ফ্র্যাঞ্চাইজি (ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও সিলেট) বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসানকে তাদের দলে ভেড়াতে অনেকটা মরিয়া হয়ে উঠেছে।শেষ পর্যন্ত নিলাম না হলে বিসিবি সভাপতির হস্তক্ষেপে সাকিব আল হাসান দল পাবেন।
এর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ড. ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছিলেন, সাকিব আল হাসান খেলবেন ঢাকা ডাইনামাইটসে। এ ছাড়া তামিম ইকবাল চট্টগ্রাম কিংস, নাসির হোসেন রংপুর রাইডার্স, মাশরাফি বিন মুর্তজা কুমিল্লা ভিক্টোরিয়ান্স, মাহমুদউল্লাহ রিয়াদ বরিশাল বুলস ও মুশফিকুর রহিম সিলেট বার্নাসের হয়ে খেলবেন।
উল্লেখ্য,আগামী ২৬ অক্টোবর দেশি ১১৬ ও বিদেশি ১৯৬ ক্রিকেটারের নিলাম অনুষ্ঠিত হবে।
১৭ অক্টোবর ২০১৫, এমটিনিউজ২৪/আরিফুর/রাজু
�