শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ০৯:২৬:৪৩

অবশেষে নিজের ইচ্ছার কথা জানালেন সদ্য বিদায় নেয়া জহির খান

অবশেষে নিজের ইচ্ছার কথা জানালেন সদ্য বিদায় নেয়া জহির খান

স্পোর্টস ডেস্ক: র্দীঘ দিন ধরে ভারতের বোলিং সাইডকে আকড়ে ধরে ছিলেন জহির খান। অথচ খুবই সাদামাটাভাবেই ভারতীয় ক্রিকেট থেকে বিদায় নিতে হল তাকে। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৩৭ বছরের এই বাঁ-হাতি পেসার। সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে জহির খান জানান, ‘খেলা থেকে বিদায় নিলেও তিনি চান ক্রিকেটে সঙ্গে তার বাকিটা জীবন চালিয়ে নিতে। তাই তিনি চাচ্ছেন ভারতের বোলিং কোচ হতে।’ ভারতীয় দলের পরবর্তী বোলিং কোচ হতে চান কি না, এই প্রশ্নের উত্তরে জহির বলেন, ‘যখন খেলেছি, তখন এই কাজটাই করেছি। সুতরাং এখন কেন নয়! আমার ভাবনায় বিষয়টি রয়েছে।’ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও চুক্তি অনুযায়ী দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ইন্ডিয়ান প্রিমার লিগের (আইপিএল) পরবর্তী আসরে খেলবেন জহির। ক্রিকেটই যে এখনও তার ধ্যানজ্ঞ্যান তা জানাতে ভোলেননি সদ্য প্রাক্তন বাঁ-হাতি পেসার। দেশের হয়ে ৯২টি টেস্ট ও ২০০টি ওয়ান ডে খেলা জহিরের ইচ্ছা তাই টিম ইন্ডিয়ার বোলিং কোচিংয়ের দায়িত্ব নেয়া। সূত্রঃ এনডিটিভি ১৭ অক্টোবর ২০১৫, এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে