এবার বিপিএল খেলার সুযোগ পাবে না অনেক দেশি ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক: বেশ ঘটা করে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বিপিএল। এবারের বিপিএলের জন্য ১২৩ জন দেশি এবং ১৯৬ জন বিদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু হুট করেই দেশি-বিদেশি ক্রিকেটারদের সংখ্যা বাড়িয়েছে বিপিএল বোর্ড। আগের তালিকায় যোগ হয়েছে আরো ৮-৯ জন দেশি ক্রিকেটার। দেশি-বিদেশি অনেক খেলোয়াড়কে তালিকায় ভেড়ালেও প্রত্যেক দল সর্বোচ্চ ১৩জন দেশি ক্রিকেটার দলে টানতে পারবে বলে জানানো হয় । আর তাতে হিসাব দাঁড়ায় ৭০ থেকে ৮০ জন ক্রিকেটার বিপিএলে দল পাবেন। তাহলে বাদ বাকি দেশি ক্রিকেটারদের জায়গা কোথায় হবে?
আর এ বিষয়ে বিপিএলে টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস জানান, ‘বাদ বাকি দেশি প্লেয়াররা খেলা থেকে বাদ পড়বেন।’
বিপিএলে বোর্ড থেকে জানানো হয়েছে, ‘এবার বিপিএলের তৃতীয় আসরে প্রতিটি দল ২৫ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে পারবে।তার এরমধ্যে ১৩ জন দেশি ও ১২ জন বিদেশি ক্রিকেটার থাকবে। আবার প্রতি ম্যাচে চারজন বিদেশি ক্রিকেটারকে বাধ্যতামূলক খেলাতে হবে।
বিপিএল বোর্ডের পক্ষ থেকে নিয়ম বেধে দেওয়ার ফলে অনেক দেশি ক্রিকেটার অবিক্রি অবস্থায় পড়ে থাকবে।
এই বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘বিদেশি ক্রিকেটার এই মুহূর্তে কমানো হচ্ছে না। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি ১২ জন বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করা হবে। এই মুহূর্তে এমন চিন্তা ভাবনা নেই। আর দেখা যাচ্ছে যে, কিছু দেশি খেলোয়াড় তো বাদ পড়ে যাবে।’
১৭ অক্টোবর ২০১৫, এমটিনিউজ২৪/আরিফুর/রাজু
�