কিউট কাটার মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক: কাটার মুস্তাফিজকে চেনেন? যদি উত্তরটি হয় না। তাহলে ভেবেই নেব বাংলাদেশ ক্রিকেট সর্ম্পকে আপনার ধারনাই নেই।
সম্প্রতি ভারত বদ, আর আফ্রিকা বদের অন্যতম নায়ক ছিলেন বাংলাদেশ ক্রিকেটের ‘বিস্ময়কর বালক’ খ্যাত এই মুস্তাফিজুর রহমান। তার বোলিং তান্ডব আর অফ-কাটার কারিশমায় ধোনি-কোহলি থেকে শুরু করে হাসেম আমলাদের রাতের ঘুম হয়েছিল হারাম।
১৯৯৫ সালে সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামে জন্ম নেয়া মুস্তাফিজুর রহমান কখনই কল্পনা করতে পারেনি এত অল্প সময়ের ব্যবধানে তিনি যে বিশ্ব ক্রিকেটে ব্যান্ড হয়ে যাবেন।
এখন গ্যালারীতে সুন্দরী তরুণীদের প্ল্যাকার্ডে স্থান হয় ‘মুস্তাফিজ ইউল ইউ মেরি মি। আই ওয়ান্ট টু মেরি ইউ।’
মুস্তাফিজের ছোট বেলার ছবি দেখলে যে কেউই বলে দিতে পারবে এখনকার সহজ-সরল আর শান্ত মুস্তাফিজ ছোট বেলায় কেমন ছিলেন।
১৭ অক্টোবর ২০১৫, এমটিনিউজ২৪/আরিফুর/রাজু
�