ধোনির দুশ্চিন্তার কারণ বিরাট কোহলি!
বিনোদন ডেস্ক : সমালোচনা কাটিয়ে উঠে ফের স্বমহিমায় ফিরে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। আর সেইসঙ্গে জয়রথ ফিরে এসেছে ভারতেরও। গান্ধি-ম্যান্ডেলা সিরিজ়ের প্রথম ম্যাচে ৫ রানে হারার পর দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দল জয় পেয়েছে ২২ রানে। এবার কিন্তু ইন্দোরের স্পিনিং ট্র্যাক নয়। চেতেশ্বর পুজারার ঘরের মাঠ রাজকোট। স্পোর্টিং উইকেট তো বটেই, তবে স্পিনাররাও বেশ সুবিধা পান এই পিচে। তাই রান যে উঠবে তাতে সন্দেহ নেই। তবে, দ্বিতীয় ম্যাচ হেরে গিয়ে হঠাৎই যেন চাপে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
টি টুয়েন্টি সিরিজ়ে হেরে যাওয়ার পর সমালোচনা শুরু হয়েছিল ধোনির টিমকে নিয়ে। তারপর প্রথম একদিনের ম্যাচে আবার হার। সেইসঙ্গে ধোনির অফ ফর্ম। তার সঙ্গে যোগদান করেছেন কোহলিও। শেষ ১২টি ম্যাচে তার একটাও শতরান নেই। তাই, দ্বিতীয় ম্যাচে বেশ চাপে ছিল ভারত। কিন্তু, ধোনি ধামাকায় ম্যাচ পকেটে পুরে নেয় ভারত। কিন্তু, ফর্মে ফেরেননি কোহলি।
তাই, ধোনির দুশ্চিন্তা কমেনি। কিন্তু, হরভজন, ভুবনেশ্বররা উইকেট পাওয়ায় কিছুটা স্বস্তি এসেছে। সেইসঙ্গে প্রথম ম্যাচে রোহিতের ১৫০ রান চিন্তা কমালেও ধাওয়ান রান পাননি। তবে অক্ষরের স্পিন বেশ কাজে দিয়েছে আগের ম্যাচে। তাই, ধোনির ভরসা সেই ভাজ্জি, অক্ষররাই। কিন্তু, সমস্যার জায়গা ব্যাটিং। রায়না, কোহলিরা রান না পাওয়ায় মিডল অর্ডার রোজ ফ্লপ করছে।
এদিকে জয়ের ধারা অব্যাহত রাখার মাঝেই হঠাৎই ছন্দপতন হয়েছে দক্ষিণ আফ্রিকার। গত ম্যাচে রান পাননি বিশেষ কেউই। ব্যাটিং স্তম্ভ আমলাও ফ্লপ করছেন। তবে এবি ডি’ভিলিয়ার্স, ডুমিনি, ডি কক সমৃদ্ধ ব্যাটিং লাইন আপকে সমীহ করছে ভারতীয় দল। কিন্তু, সমস্যার জায়গা পঞ্চম বোলার। ডুমিনিকে দিয়ে কাজ চালালেও তিনি সফল হতে পারেননি। আগের ম্যাচে প্রচুর রানও দিয়েছিলেন তিনি। তাই, স্টেইন, মর্কেল, রাবাডা, তাহির থাকলেও পঞ্চম বোলারের অভাবে ভুগছেন ডি ভিলিয়ার্সরা।
১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি
�