রোনালদোর রেকর্ডের দিনে রিয়ালের বড় জয়
স্পোর্টস ডেস্ক : রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে লস ব্লাঙ্কোসদের হয়ে সর্বকালের শীর্ষ গোলদাতা তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম উঠানোর দিনে লেভান্তেকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। পরপর দুই ম্যাচ পয়েন্ট হারানোর হতাশা কাটিয়ে জয়ের পথে ফিরেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রিয়ালের তিন গোলদাতা হলেন মার্সেলো, রোনালদো ও হেসে রদ্রিগেস।
স্প্যানিশ প্রিমিয়ার ডিভিশন লা লীগায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয় রিয়াল ও লেভান্তে। প্রথমার্ধের তিন মিনিটের ব্যবধানে গোল করেন রোনালদো এবং মার্সেলো। তিন মিনিট পর আবারও রিয়ালের গোল উৎসব। এবারের নায়ক দলের সেরা তারকা রোনালদো। টনি ক্রুসের বাড়ানো বল ধরে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনবারের বর্ষসেরা তারকা।
লিগে পাঁচ ম্যাচ পর গোল পেলেন রোনালদো। এবারের লা লিগায় এটা তার ষষ্ঠ গোল। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৮১ তম মিনিটে জেস রুদ্রিগেজের গোলে বড় জয় নিশ্চিত হয় রিয়ালের।
আর এই গোলেই সব ধরনের প্রতিযোগিতা মিলে রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন রোনালদো। এখানে তার মোট গোল হলো ৩২৪।
প্রায় ১১দিন বিরতির পর টেবিলের নিচের সারির দল লেভান্তের বিপক্ষে নামলেও সহজ জয়ই তুলে নেয় রাফায়েল বেনিতেজের শিষ্যরা। মালাগা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ব্যাক টু ব্যাক ড্র করে টেবিলের দু’নম্বরে থাকা রিয়ালের জয়টা অনুমিতই ছিলো।
১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে
�