পাক-ভারত সিরিজ হবে : আশায় আইসিসি
স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরে যে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না, তা একরকম পরিষ্কার৷ রাজনৈতিক অবস্থার উন্নতি না হলে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি নয় ভারত৷ আইসিসি কিন্তু আশায় ইন্দো-পাক সিরিজ হবে৷
সংস্থার প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন বলছেন, ‘সম্প্রতি আই সি সি-র মিটিংয়ে টেস্ট নিয়ে অনেক কথা হয়েছে৷ অ্যাশেজ সিরিজের সাফল্য দেখে আমরা দারুণ খুশি৷ আশা করি, ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে ফ্রিডম সিরিজও সফল হবে৷ ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ একটা বিরাট ব্যাপার৷ গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমী এই সিরিজের দিকে তাকিয়ে থাকে৷ নিখাদ ক্রিকেটপ্রেমী হিসেবে চাই, ভারত-পাকিস্থান সিরিজটা হবে৷’
ডিসেম্বরের ইন্দো-পাক সিরিজ না হলে, আই সি সি টুর্নামেন্টে ভারতকে বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান৷ সে নিয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে? রিচার্ডসনের উত্তর, ‘এটা নিয়ে বৈঠকে কোনও কথাই ওঠেনি৷ পি সি বি-সহ প্রথম সারির সমস্ত ক্রিকেটখেলিয়ে দেশগুলো আই সি সি-র সদস্য৷ প্রত্যেকের সঙ্গেই আই সি সি-র চুক্তি রয়েছে৷’ পি সি বি চুক্তি ভাঙলে কী হবে?
এবার রিচার্ডসনের উত্তর, ‘চুক্তি যখন হয়ে গিয়েছে, সবাই সেই চুক্তি মানতে বাধ্য৷ না হলে নিয়ম মতো ব্যবস্থা নেওয়া হবে৷ তবে মনে হয় না এত দূর জল গড়াবে৷’ আগামী বছর ভারতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর৷ রিচার্ডসনের আশা, ভারত দারুণ ভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে৷ বলেন, ‘গত ১০ বছরে বিসিসিআই নানা বড় টুর্নামেন্ট সফল ভাবে আয়োজন করেছে৷ ওদের ক্ষমতা আছে, যে কোনও টুর্নামেন্ট আয়োজন করার৷ ২০১৬-র টি ২০ বিশ্বকাপও ভাল হবে৷’
�