রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:২৮:০৪

এবার হবে বাংলাদেশ-আফগানিস্তানের ক্রিকেট লড়াই

এবার হবে বাংলাদেশ-আফগানিস্তানের ক্রিকেট লড়াই

স্পোর্টস ডেস্ক: এ মাসের পরের মাস তথা মার্চে বাংলাদেশে শুরু হবে ইমার্জিং কাপ। এখানে কথা থাকলেও দুটি দেশ আসবে না। তবে হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে লড়াই।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এই প্রতিযোগিতায় আটটি দেশের অংশগ্রহণের কথা থাকলেও আরব আমিরাত আর হংকং নাম প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

রোববার নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, যেসময় ইমার্জিং কাপ শুরু হবে তখন আরব আমিরাত ও হংকংয়ের ব্যস্ত সূচি রয়েছে। দেশ দুটি তাই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।

সিইও এদিন টুর্নামেন্ট ১০ দিন পিছিয়ে শুরু হওয়ার কথাও জানান। এর আগে ১৫ থেকে ২৬ মার্চ হওয়ার কথা ছিল। এখন নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্ট ২৫ মার্চ শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত চলবে। সম্ভাব্য ভেন্যু ফতুল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে আফগানিস্তান এবং নেপালের জাতীয় দল। টেস্ট খেলুড়ে চারটি দেশ জাতীয় দলের চারজন করে ক্রিকেটার স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে।
২০ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে