রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৫:৫১:৩৫

চার-ছক্কা মেরে আজ ঠিকই হাফসেঞ্চুরি করলেন নাফীস

চার-ছক্কা মেরে আজ ঠিকই হাফসেঞ্চুরি করলেন নাফীস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ড মাঠে গড়িয়েছে আজ। এই রাউন্ডে সাভার বিকেএসপিতে মুুখোমুখি হয়েছে সাউথ জোন ও নর্থ জোন।

আজ (রোববার) টস জিতে সাউথ জোনকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় নর্থ জোন। টস হেরে ব্যাট করছে সাউথ জোন। এদিন ওপেনিং ব্যাট করতে ক্রিজে আছেন এনামুল হক বিজয় এবং সৌম্য সরকার। দলীয় ৫১ রানের মাথায় সাইদুল ইসলামের ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান অভিজ্ঞ এনামুল।

এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি অন্য ওপেনার সৌম্য সরকারও। তিনি ১০১ মিনিট ব্যাটিং করে ৫৮ বল খেলে মাত্র ২৬ রান করে রানআউট হয়ে সাজঘরে ফিরেন। আউট হওয়ার আগে এনামুলন হক বিজয় করেছেন ৪৯ বলে ৩৯ রান। তিনি ৬টি বাউন্ডারি হাঁকিয়েছেন।

ইনজুরি কাটিয়ে চলমান বিসিএলে ফেরা ইমরুল কায়েস আজ ১১৪  মিনিট ব্যাটিং করেছেন। ৭৮টি বল মোকাবেলা করে ৩টি চার মেরে ৩১ রান করে সানজামুল ইসলামের বলে এলবি-র শিকার হয়ে ডেসিং রুমে ফিরে যান তিন।

পরে ৩ উইকেট হারানো সাউথ জোনকে স্বপ্ন দেখান তুষার ইমরান ও শাহরিয়ার নাফীস। তারা দুইজনই ভালোভাবে দেখে-শুনে খেলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে বড় স্কোরের দিকে। দলীয় ২৯২ সংগ্রহের মধ্যে একাই ১২৭ রান নিয়েছেন তুষার ইমরান। শাহরিয়ার নাফীসও খারাপ খেলেননি। চার-ছক্কা মেরে আজ ঠিকই তিনি হাফসেঞ্চুরি করেছেন।

নাফীস ৩টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ফিফটি পূরণ করে এখনো অপারাজিত। তার সঙ্গী তুষার ইমরান ১৬ টি বাউন্ডারি হাঁকিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, সাউথ জোনের সংগ্রহ ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান।
১৯ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে