রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:৩১:৪০

আফিফের দুর্দান্ত বোলিংয়ে প্রাণবন্ত হয়ে উঠলো ফতুল্লা স্টেডিয়াম

আফিফের দুর্দান্ত বোলিংয়ে প্রাণবন্ত হয়ে উঠলো ফতুল্লা স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক: ডানহাতি স্পিনার আফিফের দুর্দান্ত বল। টার্ন ও হালকা বাউন্সে সোহানের ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত করল অফ স্টাম্পে। ৬৫ রানে ব্যাট করা সোহান নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন।

শর্ট লেগে দাঁড়ানো ইয়াসির আলী দৌড়ে জড়িয়ে ধরলেন আফিফকে। এরপর দলের সবার উল্লাস। দূর থেকেই বোঝা যাচ্ছিল সেন্ট্রাল জোনের সোহানের উইকেটের জন্য মুখিয়ে ছিল ইসলামী ব্যাংক ইস্ট জোন। তাইতো সোহানের বিদায়ের পর প্রাণবন্ত হয়ে ওঠে ফতুল্লা স্টেডিয়াম।

সোহানের উইকেট না হারালে বিসিএলের চতুর্থ রাউন্ডের প্রথম দিনে নিশ্চিত এগিয়ে থাকতো সেন্ট্রাল জোন। ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩২ রান তুলেছে ওয়ালটন। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সোহান।

তরুণ স্পিনার আফিফ হোসেনের বলে আউট হওয়ার আগে ৮৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৫ রানের নজরকাড়া ইনিংস উপহার দেন তিনি। একটু ধৈর্য নিয়ে খেললে আজই তিন অঙ্কের ল্যান্ডমার্ক ছুঁয়ে ফেলতে পারতেন।

এ ছাড়া অলরাউন্ডার শুভাগত হোম ৪৬ ও মার্শাল আইয়ুব করেছেন ৩৭ রান। ইনজুরি থেকে ফিরে আসা ওয়ালটনের অধিনায়ক মোশাররফ হোসেন রুবেল ২১ এবং মোহাম্মদ শরীফ ১১ রানে অপরাজিত রয়েছেন।
১৯ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে